পত্রিকার পাতা খুলে অনেকেই আমরা চোখ বুলিয়ে নেই রাশিফলে। যদিও রাশিফলের নেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি, কিন্তু তবুও অনেকেই বলেন তাঁর জীবনের সাথে মিলে যাচ্ছে অনেকটাই। কেমন যাবে আপনার আজকের দিনটি? কোন রাশিকে দেয়া হয়েছে কী সতর্কতা? আসুন, জেনে নেই আজকের রাশিফল হতে। বিশ্বাস থাকুক আর নাই থাকুক, একটু সতর্ক থাকতে তো দোষ!
মেষ (মার্চ ২১ - এপ্রিল ১৯):
আজকে সাবধানতা অবলম্বন করুন প্রতিটি ক্ষেত্রে। সতর্ক না হলেই ভুল হয়ে যাবে সব। গুরুত্বপূর্ণ কাজ তো ভুল হবেই, সচারচর যা করছেন সেটাও ভুল হয়ে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। প্রতিনিয়ত নিজেকে বুঝিয়ে চলছেন, চলতে থাকুন... যে বিষয়টির কোনো প্রয়োজন নেই সেটা করতেই যদি আপনার এত আগ্রহ তো করতেই থাকুন।আর্থিক ঝামেলা কিছুটা হরাস পাবে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মোন্নতির সুযোগ পেতে পারেন। মাতৃস্থানীয় কারো দ্বারা উপকৃত হবেন। গোপন শত্রুতা সম্পর্কে সাবধান থাকলে ভালো করবেন। অন্যের ঝামেলা নিজের কাঁধে নেয়া ঠিক হবে না
বৃষ (এপ্রিল ২০ - মে ২০):
আজকে সাফল্য আসবে তবে তা জল ঘোলা করে। আপনি কাকে বিশ্বাস করছেন? সত্যিই বিশ্বাস করছেন তো! পরিচিত যারা আছেন তারা আপনাকে একটা বিষয়ে কয়েকদিন যাবত বুঝাচ্ছে, আপনি বুঝছেন না। আজকে মন দিয়ে ব্যাপারটা লক্ষ্য করুন, কেননা বিষয়টি আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ।অন্যের সমালোচনায় বিভ্রান্ত না হলেই ভালো করবেন। পর ছিদ্রান্বেষী থেকে সতর্ক থাকুন। ভাই-বোনদের জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগম হওয়ার সম্ভাবনা আছে। ফলে অর্থকষ্ট কিছুটা কমে আসবে। প্রেমে সাফল্য সম্ভাবনা আছে।
মিথুন (মে ২১ - জুন ২০):
রুজি রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে অচিরেই, মিষ্টি বিলানো শুরু করতে পারেন! প্রথমত আজকে আপনার দৃষ্টি আকর্ষণ করছে এক জোড়া শালিক। শালিক দুটো হুট করে উড়ে গেলে তা মন খারাপের কারণ হতে পারে। বিকেলের দিকে একবার দেখা করে আসুন তার সঙ্গে। মন ভালো হয়ে যাবে সন্ধ্যার পর। নতুন কোনো কাজের ব্যাপারে যোগাযোগ হতে পারে। বন্ধু বা আত্মীয়দের সহযোগিতা পেতে পারেন। শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। বায়ু বা পিত্তসংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। তরুণ খেলোয়াড়দের জন্য দিনটি শুভ।
কর্কট (জুন ২১ - জুলাই ২২):
আজ কোনো খারাপ সংবাদ পেতে পারেন। কারো মৃত্যুতে শোকগ্রস্ত হওয়ার আশংকা আছে। পাওনা টাকা আদায় হতে পারে। ফলে আর্থিক চিন্তা কিছুটা হরাস পাবে। ক্লান্তি অবসাদে ভুগতে পারেন। শারীরিকভাবে আজ স্বাচ্ছন্দ্যবোধ করবেন। আর্থিকভাবে সচ্ছল থাকবেন। মানসিকভাবে ভয়ংকর প্রশান্তি। কথাতে মাধুর্য। স্বভাবে বিনয়। কাজে কর্মে আজ ঝরে ঝরে পড়বে সাফল্য। অহেতুক দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, বেশ কিছুদিন আনন্দ ও চটুলতায় কাটবে মুহূর্ত। পারলে একবার ভ্রমণেই বের হয়ে দেখুন না, কী অপেক্ষা করছে আপনার জন্য... শান্তির ধার ঘেঁষে প্রশান্তি...
সিংহ (জুলাই২৩- আগস্ট২২):
আপনি যেহেতু সিংহ রাশির জাতক-জাতিকা, তাই আজ রাক্ষস থেকে সদা সাবধান থাকবেন। আর আপনার ক্ষেত্রে রাক্ষস হলো আপনার শত্রুরা। অফিসে যে সহকর্মীর কাছে টাকা পান, আজ নক্ষত্রের ফেরে তার কাছ থেকে পাওনা টাকা পেতে পারেন। তবে এই খবরে অতটা খুশি না হলেও পারেন। কারণ সন্ধ্যে নাগাদ পকেটের তরল অর্থ খরচ হয়ে যাবে। ব্যবসায়িরা আর দশটা দিনের মতোই স্থিতাবস্থায় থাকবেন।দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যৌথ অংশীদারি ব্যবসায় সফল হতে পারেন। কোনো মামলা-মোক্কদমায় জয়ী হতে পারবেন। কর্মক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবেন। ব্যবসায়ীক দিক ভালো যাবে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
কন্যা (আগস্ট২৩ - সেপ্টেম্বর২২):
অর্থ উপার্জনের নতুন ক্ষেত্র পেয়ে যাবেন আজ। সন্তানদের কৃতিত্বে গর্ব অনুভব করবেন। পারিবারিক শান্তি বজায় থাকবে,কিন্তু দুপুর নাগাদ আত্মীয় স্বজনদের আগমনে ঝামেলা বাড়তে পারে। ব্যবসায়িদের মধ্যে কেউ কেউ বিদেশে যেতে পারেন তবে কোনো চুক্তি করার আগে শেয়ারবাজার ও স্থানীয় বাজার দেখে নেবেন। কন্যা রাশির জাতক শিক্ষার্থীরা স্বভাবগতভাবেই অংকে দুর্বল। সেই দুর্বলতা কাটাতে শিক্ষকের শরণাপন্ন হতেই পারেন।পাওনা টাকা আদায় হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। দুশ্চিন্তা কিছুটা হরাস পাবে। কারো সহযোগিতায় ব্যবসায়ীক উন্নতি হতে পারে। শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভোগার আশংকা আছে।
তুলা (সেপ্টেম্বর২৩ – অক্টোবর২২):
চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকলেও কোনো এক সহকর্মীর কূটচালে প্রমোশন হাত থেকে ফসকে যেতে পারে। শারীরিক অবস্থার কিঞ্চিৎ অবনতি হতে পারে প্রচণ্ড তাপদাহের কারণে। তবে প্রচুর পানি আর ডাব খেলে শারীরিক সমস্যার সমাধান হবে। ব্যবসায়িরা নতুন ব্যবসার সন্ধান পাবেন। পারিবারিক কোনো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হবে আজ। প্রেমিকার পরিবারে আজ আপনার যোগ্যতা যাচাই হতে পারে।ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অতিরিক্ত ব্যয়ের জন্য দাম্পত্য কলহ দেখা দিতে পারে। মন চঞ্চল হতে পারে। মিথ্যা বদনামের ভয় আছে। কলহ বিবাদ এড়িয়ে চলুন। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক (অক্টোবর২৩ – নভেম্বর২১):
সৃষ্টিশীল মানুষ হয়ে আলসেমি করলে সমস্যায় পড়বেন। আপনার সবচেয়ে বড় শত্রু এই আলসেমি। চাকরির জন্য হণ্যে হয়ে না ঘুরে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উপার্জনের রাস্তা তৈরি করুন। এতে শুধু আপনিই উপকৃত হবেন না, পাশাপাশি আরো অনেকেই উপকৃত হবে। বৃশ্চিক রাশির জাতিকাদের শারীরিক সমস্যা হতে পারে তবে অতটা চিন্তার কিছু নেই। অফিসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে ঘাবড়ে যাবেন না, কারণ আজ আপনিই চালক। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। ধিরস্থির হয়ে কাজে মন দেয়ার চেষ্টা করুন। ব্যবসায়ীক দিক ভালো যাবে। খাদ্য শস্যের ব্যবসায় লাভবান হতে পারেন। কোনো আপনজনের ব্যাপারে দুঃসংবাদ পেতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
কারও সঙ্গে তর্কে জড়াবেন না আজ। এখান থেকে ভয়াবহ কলহের সূত্রপাত হতে পারে যার জন্যে অনেকদিন ভুগতে হবে। তবে নতুন সম্পর্কে জড়ানোর জন্যে দিনটা শুভ। ধনু যখন অন্যের ভাবভঙ্গি নকল করেন তখন ধীরে ধীরে দ্বিতীয় শ্রেণীর মানুষে পরিণত হন। কর্মক্ষেত্রে আপনার এ সমস্যাটা প্রকট আকারে দেখা দিতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুরা গোপনে ক্ষতি করার চেষ্টা করবে। স্বামী-স্ত্রীর মতের অমিল হতে পারে। ফলে সাংসারিক শান্তি বিঘ্নিত হতে পারে। ব্যবসায়ীক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
ধুমকেতুর লেজের পেছনে ছুটবেন না। জানাই আছে, ওখানে মহাজাগতিক ধূলোবালি ছাড়া আর কিছু নেই। সুতরাং মনের লাগাম টানুন। ঘরের জাতক, জাতিকা ঘরেই ফিরে যান। আপনার ছেড়ে আসা কর্মক্ষেত্রের নামটিও আপনার সামনে কেউ বলতে পারে না। শুনলেই ফুঁসে ওঠেন। কিন্তু দুঃখের বিষয়, আপনাকে সেখানেই ফিরে যেতে হতে পারে আজ। ভালোবাসার মানুষের জন্যে রাতের অবসর সময়টুকু অন্তত তুলে রাখুন।দপ্তরের কাজ বাড়িতে নিয়ে যাবেন না। অর্থভাগ্য ভালো হওয়ার কোনো কারণ নেই।পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। বেশি পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কোনো দায়িত্বপূর্ণ কাজে সম্পৃক্ত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
জোর করে কিছু আদায় করা যায়, এটা ভেবে থাকলে ঠিকই ভেবেছেন, অন্তত আজকের জন্য। বোকা মানুষের সঙ্গে দু’কথা বলতে গেলে চার কথা বেরিয়ে পড়ে। আর তাতে আরও ষোলো কথা বেরোনোর পথ পরিষ্কার হতে থাকে। সুতরাং বোকাসঙ্গ এড়ান। বেকারদের চাকরির যোগ আছে। অর্থকড়ি হাতে আসতে পারে, তবে খসেও যাবে।আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। আর্থিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় হরাস করার চেষ্টা করুন। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্স ও বিনোদন শুভ নয়।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
আজ আপনার পরামর্শ শুনে কেউ ঠকবে না। পুরনো কোনো অভ্যাস আজ স্মৃতিকাতর করে দিতে পারে, আর তারই সূত্র ধরে আছে ভ্রমণের যোগ। অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। দুপুরের স্বপ্নে জানালা দেখতে পেলে সুলক্ষণ জানুন। কোনো ব্যাপারেই উগ্র না হলেই ভালো করবেন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। নিজের মনের কথা কাউকে বলবেন না। কোনো বন্ধুর সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। রোমান্টিক যোগাযোগ শুভ।

No comments:
Post a Comment