Pages
▼
এমন ফোন যার স্ক্রিন ভাঙবে না !
ভাঙবে না এমন স্ক্রিন অনেকটা উড়ন্ত গাড়ির মতো; বহু বছর ধরে এমন জিনিস তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও, তা এখনও সম্ভব হয়ে ওঠেনি। উড়ন্ত গাড়ি সম্ভব কি না জানা নেই, কিন্তু স্বচ্ছ ইলেকট্রড দিয়ে ভাঙবে না এমন স্ক্রিন তৈরি করে দেখিয়েছেন অ্যাক্রোন বিশ্ববিদ্যালয়ের এক দল ইঞ্জিনিয়ার।
বর্তমানে আপনাদের স্মার্টফোন এবং অন্য বহু স্ক্রিন তৈরি হয় ইনডিয়াম টিন অক্সাইড (আইটিও) নামে এক স্বচ্ছ পরিবাহী পদার্থ দিয়ে।
প্লাজমা টিভি-র এলসিডি ডিসপ্লে থেকে শুরু করে প্লেনের ককপিট উইন্ডো পর্যন্ত সর্বত্রই আইটিও ব্যবহৃত হয়। কিন্তু সমস্যা হল, এটি অত্যন্ত দামী এবং সবসময় এর জোগান সম্ভব হয় না আর ভঙ্গুর তো বটেই।
বহু বছর ধরেই বিজ্ঞানীরা এমন একটি স্ক্রিন তৈরির চেষ্টা চালিয়েছেন যা ভাঙবে না।
অ্যাক্রন বিশ্ববিদ্যালয়ের পলিমার ইঞ্জিনিয়ারদের দাবি, তাঁরা এমনই স্ক্রিন তৈরি করে ফেলেছেন।
আমেরিকান কেমিক্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে পলিমার সায়েন্সের অ্যাসিস্টেন্ট প্রোফেসর ইউ জহু অত্যন্ত শক্ত পরিবাহী স্ক্রিন তৈরির পদ্ধতি জানিয়েছেন।
ইঞ্জিনিয়াররা ধাতুর ইলেকট্রডের একটি জাল তৈরি করে। ইলেকট্রডের এই জালটিকে দু'টি পলিমারের মাঝখানে রাখা হয়। যার পরিণতি অত্যন্ত শক্তপোক্ত একটি স্ক্রিন।
টাচ-স্ক্রিনটি সত্যিই শক্তপোক্ত কি না, তা যাচাই করার জন্য এর ওপর 'নৃশংস' পরীক্ষা চালানো হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আইটিও-র তুলনায় এই স্ক্রিন তৈরি অনেক সস্তা।
আবার আইটি-ওর মতো এর যোগান সীমিত হবে না।
জহু-র মতে, এই আবিষ্কার বাজারের অন্যান্য স্ক্রিনকে কড়া টক্কর দেবে। বলেন, 'আমাদের ধারণা, এই ফিল্মটি আইটিও-কে প্রতিযোগিতায় ফেলতে পারবে।
এই ফ্লেক্সিবল টাচ-স্ক্রিনটি স্মার্টফোনে ব্যবহার করলে, মোবাইলের স্ক্রিন ভেঙে যাওয়ার আর কোনও সম্ভাবনা থাকবে না।'

No comments:
Post a Comment