Pages

টুইটারে এক নম্বরে রোনালদো !

http://need365.blogspot.com/


ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক নম্বর স্থানে আছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo @Cristiano)।

রিয়াল মাদ্রিদ ক্লাব তারকার আছে দুই কোটি ৬৫ লাখ ফলোয়ার।

এক কোটি ৭০ লাখ ফলোয়ার নিয়ে পরেই আছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র (Neymar Júnior@neymarjr)।

তৃতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের স্ট্রাইকার ওয়েন রুনি (Wayne Rooney@WayneRooney)। এ স্ট্রাইকারের রয়েছে ৮৮ লাখ ফলোয়ার।

http://need365.blogspot.com/ 

অন্যান্য তারকা ফুটবল খেলোয়ারদের মধ্যে আছে আর্জেন্টিনার লিওনেল মেসি Lionel Messi@LioMessi, স্পেনের ইকার ক্যাসিয়াস Iker Casillas @CasillasWorld, জার্মানির ম্যাসুৎ ওজিল Mesut Özil@MesutOzil1088, হল্যান্ডের রবিন ভ্যান পার্সি Robin van Persie@Persie_Official, ব্রাজিলের অস্কার Oscar@oscar11, স্পেনের সেস ফ্যাব্রেগাস সোলার Cesc Fàbregas Soler@cesc4official এবং আন্দ্রেস ইনিয়েস্তা andresiniesta8 iniesta।


সুএ: (ronaldo7.net)

No comments:

Post a Comment