Pages

বিশ্বকাপে গুগলের ডুডল !

http://need365.blogspot.com/



বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী ফুটবল বিশ্বকাপকে সম্মান জানিয়ে ডুডলে পরিবর্তন এনেছে গুগল। গুগল তার নামের অক্ষরকে রাঙিয়েছে লাল, বেগুনি, হলুদ ও সবুজ রঙে।

ডুডলে দেখা যায়, ব্যাকগ্রাউন্ড হিসেবে পেছনে রয়েছে পার্ক। সামনে খেলার মাঠে হলুদ-সবুজ রঙের বল নিয়ে অপেক্ষা করছে গুগলের ৬ শব্দ।

http://need365.blogspot.com/


খেলার আনন্দে ক্ষণে ক্ষণে লাফাচ্ছে গুগলের (google) শব্দগুলো। এর মধ্যে gol এক সঙ্গে লাফিয়ে গোলের আনন্দ প্রকাশ করছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের ২০তম আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ক্রেয়েশিয়া।

No comments:

Post a Comment