Pages
▼
প্রভার স্বামীর দ্বিতীয় বিয়ে !
সন্তানের জন্য স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে চান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
বিয়ের পর প্রভার সংসারে কোনো কিছুরই ঘাটতি ছিল না।
বেশ সুখেই কেটে যাচ্ছিল প্রভার সংসারজীবন।
কিন্তু সন্তানের জন্য প্রভার সুখের সংসারে অন্ধকার নেমে আসে।
হঠাৎ করেই প্রভা জানতে পারেন তিনি আর মা হতে পারবেন না।
এর সমাধান হিসেবে স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে চান প্রভা।
পাঠক ভাবনায় পড়ে গেলেন তো? এবার জেনে নিন আসল ঘটনা।
আসছে ঈদ উপলক্ষে একটি নাটকে এমন চরিত্রেই দেখা যাবে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে।
জিহাদ রহমান হিমেল পরিচালিত এ নাটকটির নাম অপূর্ণতা।
নাটকে প্রভার স্বামীর চরিত্রে দেখা যাবে অভিনেতা সাব্বির আহমেদকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
তবে কোনো চ্যানেলে নাটকটি প্রচার হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি।

No comments:
Post a Comment