Pages

হেমা মালিনী নিখোঁজ !

  http://need365.blogspot.com/

নিখোঁজ হেমা মালিনী! ভারতের মথুরার বিভিন্ন প্রান্তে, দেওয়াল এমনই পোস্টার ছেয়ে রয়েছে।

১৬ মে নির্বাচনের পর থেকেই নিখোঁজ মথুরার সাংসদ 'ড্রিম গার্ল' হেমা মালিনী। মথুরার অলিগলি, এমনকি সোশ্যাল মিডিয়ায় এই সাংসদের খোঁজে নেমে পড়েছে মথুরাবাসী।

নির্বাচনের সময় মথুরাকে নিজের বাড়ি বলেছিলেন হেমা মালিনী।

কিন্তু ফল প্রকাশের পর থেকেই এলাকা থেকে গায়েব তিনি। এমনই দাবি এলাকাবাসীর।

 তাই সাংসদের ওপর ক্ষুব্ধ মথুরাবাসী, বিরোধ প্রদর্শনের এই পন্থা গ্রহণ করেছে।


  http://need365.blogspot.com/


লোকসভা নির্বাচনে আরএলডির জয়ন্ত চৌধুরীকে তিন লাখেরও বেশি ভোটে হারিয়েছিলেন হেমা মালিনী।

এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে হেমা বলেছিলেন, মথুরার সঙ্গে তাঁর ২০ বছরের পুরনো সম্পর্ক।

এক বছরের মধ্যে মথুরার কায়া পাল্টে ফেলবেন তিনি। এর পাশাপাশি মথুরায় নিজের জন্য বাড়ি নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন হেমা।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের পর, এক বারই মাত্র একদিনের জন্য সেখানে এসেছিলেন হেমা মালিনী।

তার পর থেকেই তিনি 'নিখোঁজ'। শহরের বিভিন্ন প্রান্তে তাঁর নিখোঁজ হওয়ার পোস্টারও লাগানো হয়।

সোশ্যাল মিডিয়ায় এই খবর রটার পরই টুইট করে নিজের চিন্তা ব্যক্ত করেছেন হেমা মালিনী।

লন্ডন থেকে ফেরার পথে তাঁর টুইট, 'কিছু অসন্তুষ্ট ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

আমি যেখানেই থাকব নিজের লোকেদের জন্য কাজ করব।'

 মথুরায় একটি অফিস খুলছেন এবং বাড়ির খোঁজ করছেন বলেও টুইট করেছেন হেমা।

 তাঁর বিরুদ্ধে এমন প্রচারে ক্ষুব্ধ হেমার মন্তব্য, 'শুধু মথুরাতেই কি মূল্যবৃদ্ধি হয়েছে? আমি কি আবহাওয়ারও ইনচার্জ?'

সূত্র : এই সময়

No comments:

Post a Comment