দূরত্বের কারণে বিশ্বে বহু মানুষ তাদের ভালোবাসার মানুষকে বিভিন্ন উপায়ে দেখতে হয়তো পারেন বা কথাও বলতে পারেন।
কিন্তু ছুঁয়ে দেখার ‘কষ্ট’ লাঘব করার কোন উপায় ছিল না। এবার এল এই সমস্যার ‘সমাধান’।
যুক্তরাজ্যের ‘দ্য ডেইলি মেইল’ পত্রিকা জানিয়েছে, বিজ্ঞানীরা এক ধরনের অ্যয়ারলেস ডিভাইস বানিয়েছেন, নাম দিয়েছেন ‘ফ্রেবল’।
এই ফ্রেবল ব্যবহার করে স্কাইপের মাধ্যমে ভালোবাসার মানুষকে দেখা যাবে, তার কথা শোনা যাবে এবং তাকে ছোঁয়াও যাবে।
স্কাইপ ছাড়াও এই ফ্রেবল ব্যবহার করা যাবে গুগল হ্যাংআউটের ভিডিও সার্ভিসে।
ফ্রেবলে ব্যবহার করা হয়েছে হ্যাপটিক প্রযুক্তি। ছোঁয়া বা চাপের অনুভূতি অনুকরণ করাই এর কাজ। দূরে কোথাও থাকা দুইজন মানুষের হাতে থাকা দু’টি ডিভাইস এ কাজটি করবে।
ফ্রেবল ডিভাইসে যখন একপ্রান্তে ছোঁয়া দেয়া হবে তখন সিমুউলেশনের মধ্য দিয়ে তা অনুভব করতে পারবে অন্যপ্রান্তে থাকা অপরজন।
ডিভাইসটি চালু করা থাকলে নির্দেশনা পাওয়া যাবে কম্পিউটারের পর্দায়। চার্জ দেয়া যাবে মাইক্রো ইউএসবির মাধ্যমে।
কাজ করবে শুধুমাত্র গুগল ক্রোম ২৪ বা তার উপরের ভার্সনে ও মজিলা ফায়ারফক্স ১৬ বা তার উপরের ভার্সনগুলোতে।
হল্যান্ডের ফ্রেডরিক পেট্রিগন্যানি এই ফ্রেবলের স্রষ্ঠা ।
বর্তমানে ফ্রেবল বাণিজ্যিকভাবে উৎপাদন করার জন্য তিনি কিকস্টার্টে তহবিল সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সুএ:
(‘দ্য ডেইলি মেইল’)

No comments:
Post a Comment