Pages

লক্ষ্মী মেয়ে নাকি সানি লিওন !

www.need365.blogspot.com

 যদি প্রশ্ন করা হয়, সানি লিওনের সঙ্গে বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির সম্পর্ক কী? উত্তর খুঁজতে অনেকেই হিমশিম খাবেন। আদতে তাদের সম্পর্কটা স্রেফ ভাড়াটে আর মালিকের।

সানি লিওন মুম্বাইয়ে যে বাড়িতে ভাড়ায় থাকেন ওই বাড়ির মালিক সেলিনা জেটলি। সেলিনা কলকাতার মেয়ে।

জানা গেছে, গত কয়েক বছর ধরে সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার এ বাড়িতেই ভাড়া থাকেন।

ভাড়াটে হিসেবে নাকি সানি পুরোপুরি লক্ষ্মী মেয়ে!

জানা গেছে, আন্ধেরি এলাকায় সেলিনার ওই বাড়িতে তেমন কেউই থাকতো না।

তিনি ওই বাড়ি নিয়ে কী করবেন ভেবে ঠিক করতে পারছিলেন না।

 তিনি বুঝতে পারেন, ফাঁকা বাড়ি পড়ে থাকলে তার রক্ষণাবেক্ষণ ঠিকমতো হবে না।

তাই কানাডা থেকে এসে বলিউডে জায়গা করে নেওয়া সানি লিওনকেই তিনি বেছে নেন ভাড়ায় রাখার জন্য।

সেলিনার সিদ্ধান্ত ঠিকই ছিল। সানি যে শুধু সময়মতো ভাড়া পরিশোধ করেন তা নয়, বাড়িটির রক্ষণাবেক্ষণও করেন।

ফলে, সানি ও সেলিনার সম্পর্ক বেশ জমজমাট।

No comments:

Post a Comment