Pages

৪ বছর পর মিডিয়ার মুখোমুখি তিন্নি


www.need365.blogspot.com



বৃহস্পতিবার রাত ১১টায় রেডিও স্বাধীন ৯২.৪০ এফএমে জীবনের গল্প নিয়ে সরাসরি হাজির হচ্ছেন আলোচিত অভিনেত্রী শিল্পী শ্রাবস্তী দ্ত্ত তিন্নি। 

এক খুদে বার্তায় তিনি অনুষ্ঠানটি শোনার জন্য শ্রোতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 সব বাধা অতিক্রম করে আবারো ভক্তদের মাঝে ফিরে আসতে চান প্রতিশ্রুতিশীল এ অভিনেত্রী।

সেজন্য সবার কাছে দোয়া ছেয়েছেন তিনি।

অভিনেতা হিল্লোলের সঙ্গে ছাড়াছড়ি হওয়ার পর দীর্ঘ দিন তিনি মিডিয়ার বাইরে একমাত্র মেয়ে ওয়ারিশাকে নিয়েই ছিলেন।

 দীর্ঘ অনুপস্থিতিতে ভক্তরা তাকে নিয়ে কী ভেবেছে সব কিছুই তিনি শ্রোতাদের কাছে শেয়ার করবেন রেডিও স্বাধীনের এই অনুষ্ঠানে।

No comments:

Post a Comment