Pages

বিয়ে করছেন কনা !

www.need365.blogspot.com
মিডিয়ায় অনেকদিন ধরেই গুঞ্জন রয়েছে যে, সংগীতশিল্পী কনা বিয়ে করতে যাচ্ছেন।

গত বছর তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, এ বছরের শুরুতেই বিয়ে করছেন তিনি।

এবং পরিবার থেকে পাত্র দেখার কাজও চলছে।

গত কয়েকদিন ধরে মিডিয়া পাড়ায় শোনা যাচ্ছে নতুন খবর, ব্যবসায়ী পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে কনার।

তাই কনা নাকি বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন। সত্যি কি তাই? এ বিষয়ে নতুনখবর যোগাযোগ করে কনার সঙ্গে।

সবার মত কনারও সেই একই প্রশ্ন, কে বলেছে আপনাদের এ কথা? আমাদের দেশের শিল্পীদের এই এক সমস্যা খবরটা সত্য কি মিথ্যা সেটা না বলে, তারা নিউজ সোর্স এর নাম জানতে চান আগে।

কনা বলেন, ‘কে এইসব খবর বলে। তার নাম বলেন আমাকে। আমি এখন গানের রেকর্ডিং এ ব্যস্ত আছি।

আমি আমার বিয়ের খবর সংবাদ সম্মেলন করে সবাইকে জানাবো ।’

যদি সত্যি সত্যিই কনা সংবাদ সম্মেলন করে তার বিয়ের ঘোষণা দেন তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য ইতিহাস।

কারণ এর আগে কোন তারকা সংবাদ সম্মেলন করে বিয়ের ঘোষণা দেননি। এ তথ্য কনাকে জানানোর পর তার রাগ কিছুটা কমে।

No comments:

Post a Comment