Pages
▼
মাইকেল জ্যাকসনের শেষ রেকর্ড !
আপনি কি মাইকেল জ্যাকসনের ভক্ত? টুইটারে অ্যাকাউন্ট আছে? থাকলে খুব ভাল আর না থাকলে অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলুন।
সম্প্রতি পপ সঙ্গীতের জনক মাইকেল জ্যাকসনের একটি নতুন মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে টুইটারে। এই প্রথম টুইটারে কোন মিউজিক ভিডিও মুক্তি পেল।
‘আ প্লেস উইথ নো নেম’ মিউজিক ভিডিওটি গত ১৪ অগস্ট টুইটারে মুক্তি পাওয়ার পরেই ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার হতে থাকে বিশ্বজুড়ে।
মাইকেল জ্যাকসন মারা যাওয়ার এত বছর পরেও তিনি বিশ্বের সঙ্গীত প্রেমী মানুষদের মন জুড়ে আছেন। জ্যাকসনের এই ভিডিওটি ১৯৭২ সালের ‘আ হর্স উইথ নো নেম’ এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে।
টুইটারে মুক্তি পেয়ে ভিডিওটি প্রায় সমস্ত মিউজিক ভিডিওর রেকর্ড ভেঙ্গে দিয়েছে জনপ্রিয়তার নিরিখে।
মাইক্রোব্লগিং সাইটটির মুখপত্র শ্যাভন চার্লস জানিয়েছেন, 'এই প্রথমবার টুইটারে এত দ্রুত রি টুইটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
সমগ্র বিশ্ব জুড়ে মাইকেল জ্যাকসনের প্রায় ১.৫ বিলিয়ন ফলোয়ার আছে টুইটারে এবং ভিডিওটি মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে ১৫,৬৩৯ টি রি-টুইট হয়েছে।’
মাইকেল জ্যাকসনের এই নতুন ভিডিওটি টুইটারে ছাড়াও গত ১৬ অগস্ট নিউ ইয়র্ক শহরের টাইম স্কোয়ারেও মুক্তি পেয়েছে।
তাহলে আর ভাবনা কিসের চটপট টুইটারে অ্যাকাউন্ট খুলে দেখে নিন বিশ্বের শ্রেষ্ঠ পপ গায়কের ভিডিও।
নিচে লিঙ্কটি রইল একবার দেখে নিতে পারেন ভিডিওটি।
https://amp.twimg.com/v/37e5665c-3add-4b3f-bf82-81d234dcf048

No comments:
Post a Comment