Pages

দর্শকদের হতাশ করবেন না পুনম !

www.need365.blogspot.com

বলিউডের হটগার্ল পুনম পাণ্ডে আবার ফিরছেন স্পট লাইটে৷ ২০১৩ সালে অমিত সাক্সেনা পরিচালিত ‘নেশা’র সিক্যুয়েলে তৈরি হচ্ছে ‘নেশা-২’৷

কিছুদিনের মধ্যেই ফ্লোরে নামবে টিম ‘নেশা-২’। এ ছবিতে ‘অনিতা’র চরিত্রেই অভিনয় করছেন পুনম৷

তবে এ ছবির পরিচালক সমীর শর্মা৷ ‘নেশা’ দিয়েই বলিউডে আত্মপ্রকাশ ঘটেছিল মডেল ও অভিনেত্রী পুমন পাণ্ডের৷

 ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জেতার সময় প্রথম স্পট লাইটে আসেন বি-টাউনের সেক্সি মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে৷

www.need365.blogspot.com


পুনমের মতে, ‘নেশা’র পর অনেক ছবির অফার এলেও তিনি তার পছন্দের কাহিনীর সন্ধানে ছিলেন৷ ‘দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্কসের পক্ষ থেকে এ ছবিতে কাজ করার সুযোগ পেলে তিনি রাজি হন৷

 প্রথমবার দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্কসের সঙ্গে চুক্তিবদ্ধ হন বলিউড তারকা পুনম পাণ্ডে৷

তিনি ট্যুইট করে জানান, গণেশের আশীর্বাদেই এতদিন পর তিনি পছন্দের কাজ পেলেন৷

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘নেশা’ বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি৷ ব্যক্তিগতভাবে ছবির গল্প অনেকেরই পছন্দ হয়েছিল৷





এ প্রসঙ্গে পুনম জানিয়েছেন, ছবির খারাপ মার্কেটিংয়ের জন্যই মানুষের কাছে পৌঁছাতে পারেনি তার নেশা৷ প্রথম ছবির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হওয়ায় তিনি চেয়েছিলেন একটা স্ট্রং সার্পোট৷

তাই দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্কসের মতো প্রোডাকশন ছবির সঙ্গে যুক্ত থাকায়, খুবই আশাবাদী ‘নেশা-টু’র নায়িকা অনিতা ওরফে পুনম পান্ডে৷

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কুমার এম জি জানান, আগামী দিনে আরাে ৩টি ছবিতে পুনমের সঙ্গে চুক্তিবদ্ধ হবে দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্কস৷


 Video:    
  

No comments:

Post a Comment