Pages

সাইবার সেক্সে জড়িয়ে পড়ছে নারীরা !

www.need365.blogspot.com

ইন্টারনেটে অবাধ ব্যবহারের সুযোগে সহজলভ্য হয়ে পড়ছে পর্নোগ্রাফি। আর এটা এতো দিন পুরুষদের জন্য তৈরি করা হয় বলে মনে করা হলেও বিষয়টি কিন্তু ভিন্ন! পর্নোগ্রাফির সহজপ্রাপ্যতার কারণে নারীদেরকে এখন প্রধান লক্ষ্য নির্ধারণ করেছে ওয়েবসাইটগুলো।

 সাম্প্রতিক সময়ে অপেক্ষাকৃত কম বয়সী ছেলে মেয়েদের কাছে এটা খুবই আলোচনার একটি বিষয়। বিশেষ করে উঠতি বয়সীরাই এই দিকে বেশী মনোযোগী।

এক গবেষণায় দেখা যায়, মেয়ে ও নারীদের মাঝে সাইবার সেক্সের ক্রমবর্ধমান প্রবণতা বেশী প্রকাশ পাচ্ছে। লাখ লাখ পর্নোগ্রাফি ওয়েবসাইট তৈরি হয়েছে যৌন পরিতৃপ্তি ও বিকৃতি সেক্স প্রদর্শনের জন্য।

 আর ছেলেদের চেয়ে নারীরা ও পিছিয়ে নেই এই সাইবার সেক্সে। দিন দিন এই ক্রমবর্ধমান গ্রাফ ঊর্ধ্বমুখী।

www.need365.blogspot.com

সাইবার সেক্সের একটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ব্যাধি হল মানসিক আসক্তি এবং পেশাদার আসক্তির ফলে মানসিক স্বাস্থ্য ক্রমবর্ধমান নিচের দিকে নামতে থাকে। এতে অনেকে যৌন বিষয়ক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ে।

 সাইবার সেক্সে আসক্ত নারীরা নিজেদেরকে আরও বেশী আকর্ষণীয় দেখাতে চায়। তারা ভিডিও ওয়েবসাইটে ভিজিট করতে আগ্রহ বেশী করে। যৌন চ্যাট থাকার কল্যাণে ওয়েবক্যাম এর মাধ্যমে যৌন শোতে লিপ্ত হচ্ছে।

ডেটিং সাইট ব্যবহার করে অনেকে যৌন বিষয়ক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ছে।

 অনেকে আবার যৌন বিষয়ক সাহিত্য পড়তে আনন্দ লাভ করেন। যৌন সংক্রান্ত রোগ তথ্য অনুসন্ধান করা ও ভিডিও দেখা পছন্দ করেন।




 যার ফলে এই নারীরা এক সময় খুব সহজেই শারীরিকভাবে এর প্রয়োগ শুরু করে। আমেরিকার কিছু বিশ্ববিদ্যালয় এবং জার্মান গবেষকরা এক দল মহিলাদের সাইবার সেক্সের আসক্তির প্রকৃতি এবং অধ্যয়ন করে দেখেন তারা প্রথমে কিছু অশ্লীল ছবি দেখা শুরু করে, ধীরে ধীরে তারা যৌন চ্যাট করে, ওয়েবক্যাম এর মাধ্যমে যৌন চাহিদা মেটায়।

 আরও পরে তারা শারীরিকভাবে আগ্রহ দেখায় এবং খুব সহজেই সঙ্গী পেয়ে যায়।

অনেক সময় তাদের নিজস্ব যৌন ইচ্ছা হিসেবে হস্তমৈথুন করেন এবং অনেক সময় তারা ইন্টারনেট পর্নোগ্রাফির ওয়েবসাইটে ভিজিট করে যৌন খেলনা কেনেন।

এভাবেই সাইবার সেক্সে নারীরা ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ে এবং মানসিক স্বাস্থ্য ক্রমবর্ধমান নিচের দিকে নামতে থাকে।

No comments:

Post a Comment