Pages

চুমুর দাম ৫০ হাজার পাউন্ড !

www.need365.blogspot.com
সংগীতশিল্পী এলটন জনের একটি দাতব্য আয়োজনে অর্থের যোগান দিতে নিজেকেই নিলামে তুলেছিলেন ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হারলি।

 জিতে গেলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী জুলিয়ান ভারতি। ৫০ হাজার পাউন্ডের বিনিময়ে চুমু খেলেন হারলিকে।
২৭ বছর বয়সী ভারতি বিবাহিত এবং তিন সন্তানের জনক। ৪৯ বছর বয়সী হারলিকে ঘনিষ্টভাবে চুমু খাওয়ার বিষয়টি তার স্ত্রী কিভাবে নেবেন, এমন প্রশ্নের জবাবে বললেন, “তার কোনো সমস্যা নেই”।





এদিকে হারলির উপার্জিত এই অর্থ চলে যাবে স্যার এলটন জনের দাতব্য সংস্থা এলটন জন এইডস ফাউন্ডেশনে।

প্রতি বছরই দাতব্য এই নিলামের এই আয়োজন করে থাকেন এলটন জন এবং তার জীবনসঙ্গী ডেভিড ফারনিশ।

No comments:

Post a Comment