মাইক্রোসফটের উইন্ডোজ ফোনের জন্য ছবি বিনিময়ের জনপ্রিয় মাধ্যম 'পিন্টারেস্ট' অ্যাপ্লিকেশন যুক্ত হলো উইন্ডোজ স্টোরে। যদিও আপাতত অ্যাপ্লিকেশনটির পরীক্ষামূলক সংস্করণ ছাড়া হয়েছে।
উল্লেখ্য যে, পিন্টারেস্ট ডটকমের মতো অ্যাপ্লিকেশনের মাধ্যমেও বন্ধুদের অনুসরণ বা ফলো এবং নতুন পিন পোস্ট করা যাবে এতে।
তবে পরীক্ষামূলত সংস্করণে আপাতত নোটিফিকেশন মেন্যু ও সার্চ সুবিধা থাকছে না। পূর্ণাঙ্গ সংস্করণে আরো অনেক সুবিধা যুক্ত করা হবে বলে জানিয়েছে পিন্টারেস্ট।


No comments:
Post a Comment