Pages

সানি লিওন কে শিশুরাও পছন্দ করে !

www.need365.blogspot.com
ভারতের সিনেমাপাড়ায় ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে নিজের আসন পাকাপোক্ত করে নিয়েছেন সানি লিওন

শুধু বড় বড় শহরের মানুষই নন, প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও তাকে চেনেন।

আর এ কারণে বেজায় খুশি তিনি।

বিশেষ করে ছোট ছেলে-মেয়েরাও তাকে চেনে। 'আমি অভিভূত যে উঠতি বয়সের ছেলে-মেয়েরা আমাকে চেনেন', উচ্ছ্বসিত কণ্ঠে জানালেন সানি

বিশ্বের বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয় রয়েছে এই সাবেক পর্ন স্টারের।

তবে ভারত সম্পর্কে তার ধারণাও আলাদা। তাই এখানে ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করে চলেছেন বলেও জানান তিনি।

বাচ্চাদের কাছেও জনপ্রিয় তিনি।

বললেন, আমার খুবই ভালো লাগে যখন বাবা-মায়েরা আমার সঙ্গে তাদের বাচ্চাদের ছবি তুলতে দেন। তবে স্বামী ড্যানিয়েলের সঙ্গে একটি পরিবার গঠন করবেন কিনা তা নিয়ে এখনো চিন্তা নেই তার।

তবে আপাতত ক্যারিয়ারটাকে আরেকটু গুছিয়ে তবেই একটা শিশু নেওয়ার কথা ভাববেন বলে জানান।


সানি লিওন জন্মসূত্রে ভারতের পাঞ্জাবের নারী। এখানে তিনি সেই সংস্কৃতিতেই বাস করছেন।

 নিয়মিত চর্চা আর ভালো খাবারের কল্যাণে নিজের দেহের সৌন্দর্য ধরে রেখেছেন বলে জানান সানি লিওন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

No comments:

Post a Comment