Pages

নিলামে ম্যাডোনার নগ্ন ছবি !

www.need365.blogspot.com

এবার নিলামে উঠছে মার্কিন গায়িকা, মডেল ম্যাডোনার ব্যবহৃত অন্তর্বাস, বেশ কিছু নগ্ন ছবি ও নেগেটিভ।

আগামী নভেম্বর মাসে এগুলো নিলামে তুলবে বেভারলি হিলস’র একটা নিলাম হাউজ। সমপ্রতি এক ফটোশ্যুটে ম্যাডোনা নিজেই জানিয়েছেন একথা। খবর ইন্ডিয়া টুডে’র

নিলামে উঠতে যাওয়া ম্যাডোনার নগ্ন ছবির মধ্যে ১৯৭৯ সালে পেন্ট হাউজ ম্যাগাজিনে ছাপা হওয়া কয়েকটি ছবিও রয়েছে।

জানা যায়, ম্যাডোনা ল্যাটেঙের তৈরি মুখোশ, হাতের গ্লাভস এবং অন্তর্বাসের সেট চলতি বছর ভি ম্যাগাজিন’র কভার ফটোশ্যুটের জন্য পরেছিলেন। এগুলোও নিলামে তোলা হবে।

পুরো সেটের দাম ১,০০০ ডলার থেকে ৪,০০০ ডলারের মধ্যে। নিজের ব্যবহার করা অন্তর্বাস অন্য কেউ ব্যবহার করবে তাতে তার অস্বস্তি হবে না?

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ম্যাডোনা বলেন, ‘সাইজ ফিট হলে কোনো অসুবিধাই নেই!’

অন্তর্বাসের সেট ছাড়াও ম্যাডোনার লেখা একটা ডায়েরির নিলাম হবে।

No comments:

Post a Comment