চীনের একজন ডিজাইনার সম্প্রতি এমন এক অন্তর্বাস তৈরি করেছেন তা রীতিমতো চমকপ্রদ। তিন কেজি ওজনের ওই অন্তর্বাসের পুরোটাই তৈরি হয়েছে সোনা দিয়ে।
সম্প্রতি ওই অন্তর্বাস পরেই র্যাম্প মাতালেন চীনের তিন মডেল। তবে আপাতত এই সোনার অন্তর্বাস বাজারজাত করা হচ্ছে না।
সবকিছু ছেড়ে দিয়ে কেন সোনা দিয়ে অন্তর্বাস নির্মাণের পরিকল্পনা? র্যাম্প শোর পর তার ভাষ্য, এর আগে বিভিন্ন জিনিস দিয়ে অন্তর্বাস তৈরি হলেও তা তেমন জনপ্রিয় হয়নি।
তাই মহিলাদের পছন্দ, এমন কিছু দিয়ে তিনি অন্তর্বাস তৈরির পরিকল্পনা শুরু করেন। এই চিন্তা থেকেই তার মাথায় আসে সোনার বিষয়টি।
অন্তর্বাসটির নিখুঁত ডিজাইন তৈরি করতে বেশ কয়েক মাস লেগেছে ওই চীনা ডিজাইনারের।
এরপর শুরু হয় অন্তর্বাস নির্মাণ প্রক্রিয়া। অন্তর্বাসটি তৈরিতে খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ পাউন্ড।
পুরো সোনা দিয়ে তৈরি হওয়ায় অন্তর্বাসটির যা দাম পড়বে তা মধ্যবিত্তদের নাগালের বাইরে।
No comments:
Post a Comment