Pages

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা বললেন হিল্লোল-নওশীন

www.need365.blogspot.com
তারকা দম্পতি হিল্লোল ও নওশীনের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ট্রেলারকে কেন্দ্র করে সোরগোল সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে 'বিতর্কিত' বলে অভিযোগ করছেন।

তাদের দাবি, এতে হিল্লোল ও নওশীনকে মাত্রাতিরিক্ত অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে! তাদের বিরুদ্ধে অশ্লীলতাকে প্রচারের অভিযোগও তুলেছেন কেউ কেউ।

ফেসবুকে বিভিন্ন স্তরের মানুষরা নাটকে হিল্লোল ও নওশীনের এমন আপত্তিকর অভিনয় নিয়ে সমালোচনা করছেন। যদিও এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ট্রেলার।

'মুখোশ মানুষ' নামের ছবিটি পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল।

জানা গেছে একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে চলচ্চিত্রটি। সমাজে মেয়েরা যে নানাভাবে প্রতারণার শিকার হয়, সে বিষয়গুলোই তুলে ধরা হয়েছে এতে।

বিষয়টি সম্পর্কে নওশীন বলেন, বিতর্কিত ওই দৃশ্যে তিনি অভিনয় করেননি বলে দাবি করেছেন। তার ভাষ্য, 'ইউটিউবে প্রকাশিত ট্রেলারটিতে যে মেয়েটিকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে, ওই মেয়েটি কিন্তু আমি নই।

একটু ভালো করে লক্ষ্য করলেই সেটা বোঝার কথা। আমি এত শুকনো না।'

তিনি আরও বলেন, 'অনেকেই আফসোস করে ফেসবুকে মন্তব্য করছেন, টিভি নাটকের এ কী অবস্থা, পরিবার নিয়ে আর নাটক দেখা যাবে না, ইত্যাদি।

তারা কিন্তু পুরোপুরি ভুলের মধ্যে আছেন। এটি নাটক নয়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ট্রেলার।'




হিল্লোল বলেন, 'শহর অথবা শহরের বাইরে সব জায়গায় মেয়েরা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে। শুধু নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত নয়, উচ্চবিত্ত পরিবারের মেয়েরাও এ ধরণের ঘটনার সম্মুখীন।

এ ছবিতে সেটাই দেখানো হয়েছে। এসব ঘটনা যারা ঘটায়, বাস্তব জীবনে তারা বহাল তবিয়তে থাকে।

 কিন্তু ছবির গল্পে দোষী ছেলেটির মর্মান্তিক পরিণতি ঘটেছে। মানুষকে সচেতন করাই এ ছবি নির্মাণের উদ্দেশ্য।'

'মুখোশ মানুষ' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া।

 কিছুদিন আগে ইউটিউবে এর ট্রেলার ছাড়া হলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে দর্শকদের মধ্যে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন হিল্লোল-নওশীন জুটি।

No comments:

Post a Comment