পকেটের চাবির ঘষায় কিংবা হাত থেকে পড়ে গিয়ে প্রায়শই আঁচড় পড়ে যায় পছন্দের মোবাইলটিতে। নিজ হাতে মোবাইলের এই আঁচড়ের দাগ দুর করার উপায় জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
তবে উপায়গুলো অনুসরণের আগে হ্যান্ডসেটটি বন্ধ করে নিতে হবে। ডিভাইসের ভেতরে তরল পদার্থ চলে যাওয়া রোধ করতে হেডফোন, চার্জার ও অন্যান্য পোর্টগুলোও সিল করে নিতে হবে।১. টুথপেস্ট
একটি কটনবাড অথবা একটুকরো নরম সুতি কাপড়ে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে আঁচড় পড়া স্থানে আলতোভাবে ঘষে দাগ দূর করা সম্ভব। দাগ উঠে গেলে আরেকটি ভেজা কাপড় দিয়ে বাড়তি টুথপেস্ট মুছে ফেলতে হবে। তবে শর্ত হল জেলজাতীয় টুথপেস্ট ব্যবহার করা যাবে না।
২. গাড়ির আঁচড়ের দাগ দুর করার ক্রিম
মোবাইলের দাগ উঠাতে টার্টল ওয়্যাক্স, ৩এম স্ক্র্যাচ ও সোয়ার্ল রিমুভার ব্যবহার করা যাবে। একটুকরো নরম কাপড়ে ক্রিম নিয়ে আঁচড়ের উপর প্রয়োগ করতে হবে।
৩. শিরিস কাগজ
মোবাইলের ট্যাপ খাওয়া অংশগুলোকে মসৃন করতে ব্যবহার করা যেতে পারে শিরিস কাগজ। তবে যতটা সম্ভব মসৃণ শিরিস কাগজ ব্যবহার করা উচিৎ। খুব সাবধানে অনুসরণ করতে হবে পদ্ধতিটি, অন্যথায় তা আরও বেশি আঁচড়ের কারণ হতে পারে।
৪. বেকিং সোডা
একটি পাত্রে ২ ভাগ বেকিং সোডা ও এক ভাগ পানি মিশিয়ে পেস্ট তৈরি করে পরিষ্কার নরম কাপড় দিয়ে আঁচড়ের উপর প্রয়োগ করতে হবে। পরে আরেকটি পরিষ্কার কাপড় দিয়ে পেস্ট মুছে ফেলতে হবে।
৫. বেবি পাউডার
বেকিং সোডার বদলে বেবি পাউডার ব্যবহার করেও স্ক্র্যাচ রিমুভার পেস্ট তৈরি করা যাবে, প্রয়োগ করতে একই পদ্ধতিতে।
৬. ভেজিটেবল ওয়েল
ছোট স্ক্র্যাচের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ভেজিটেবল ওয়েল। আঁচড়ের উপর এক ফোটা ওয়েল নিয়ে মুছে ফেলতে হবে।
কেমন
হল দয়া করে নিচে আপনার মতামত দিন । আর
আপনার কাছে কোন টিপস থাকলে আমাদের জানান। আমরা
আপনাদের টিপস এই ব্লগে
প্রকাশ করব আপনার নাম ঠিকানা সহ । আমাদের মেইল
করুন onlineeveryday246@yahoo.com

No comments:
Post a Comment