স্মার্টফোন চার্জ দিন পানির ফোঁটায় !

http://need365.blogspot.com/

মোবাইল ফোনে পানি লাগলেই শেষ! এমনটাই প্রচলিত।

কিন্তু সেই ধারণা বদলে দিয়ে পানিই হতে পারে স্মার্টফোন চালানোর শক্তি, বলছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা।

তাঁদের মতে, ওপর থেকে পড়া পানির ফোঁটায় স্বল্প পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হওয়া সম্ভব।

 পরিমাণে কম হলেও এই বিদ্যুৎশক্তি কাজে লাগিয়ে স্মার্টফোন ও ল্যাপটপ চার্জ করা যাবে।

এরই মধ্যে এ প্রযুক্তি পরীক্ষা করা হয়েছে।

প্রতি সেন্টিমিটারে ১ মাইক্রোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছেন এমআইটির বিজ্ঞানী নেনাদ মিলকোভিচ।

No comments:

Post a Comment