টাকার বিনিময়ে নগ্ন হতে আপত্তি নেই কিম কার্দাশিয়ানের। তিনি নিজেকে নগ্নভাবে উপস্থাপন করতে চান! তাইতো তিনি নগ্ন হয়ে মিডিযায় হই চই ফেলে দিয়েছেন।
কারন, এই টিভি উপস্থাপিকা বিয়ে করে বর্তমানে এক সন্তানের জননী হওয়ার পরও কিভাবে এমন কাজ অবলীলায় করলেন তা নিয়েই মিডিযায় সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, সম্প্রতি ব্রিটিশ জিকিউ ম্যাগাজিনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশ্যুট করেন মিসেস কেনি ওয়েস্ট। কিমের ফটোশ্যুট ধারণ করেন টম মুনরো।
এর কয়েক দিন আগেই ম্যাগাজিনটি কিমকে উইমেন অব দ্য ইয়ার সম্মানে ভুষিত করে। তাই নিজেদের ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে ৩৩ বছর বয়সী আবেদনময়ী কিমকেই বেছে নেন তারা।
নগ্ন হয়ে ম্যাগাজিনের কভার গার্ল হওয়াটা কিমের জন্য মোটেও নতুন ব্যাপার নয়। তাছারা সারাবিশ্ব জুড়ে ১০০ তারকার নগ্ন ছবি ফাঁস হওয়া নিয়ে তোলপাড় চলছে। এর মধ্যে নিজের ছবি রয়েছে বলে কিম কার্দাশিয়ান দাবি করেছেন।


No comments:
Post a Comment