আবারও নগ্ন শার্লিন চোপড়া !

www.need365.blogspot.com
প্লেবয় ম্যাগাজিনে শার্লিন চোপড়ার নগ্ন ছবি ছাপা হতে না হতে তিনি আবারও বিবসনা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

এ বিষয়ে তিনি বলেছেন, খোলামেলা ছবি তোলাটা আমি উপভোগ করেছি।

আগামী দিনে এমন আরো অ্যাসাইনমেন্ট করতে চাই।খোলামেলা ছবি তুলে সম্প্রতি বিতর্ক উসকে দিয়েছেন বলিউডের অভিনেত্রী শার্লিন চোপড়া।

 ব্যাড গার্ল শার্লিন চোপড়া জানিয়েছেন, তিনি ‘প্লেবয়’ ম্যাগাজিনের জন্য নগ্ন ছবি তুলেছেন।

যদি বিদেশি মেয়েরা নগ্ন ছবি তুলে হইচই ফেলে দিতে পারে, তবে ভারতীয় মেয়েরা কেন পারবে না, এটাই তার সোজাসাপটা যুক্তি।


www.need365.blogspot.com


গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে শার্লিনের ছবিসংবলিত ম্যাগাজিনটি প্রকাশ পেতেই হইচই শুরু হয়ে যায়।

যদিও তিনি নিন্দায় কান দিতে নারাজ। শুধু বলেছেন, নিন্দুকেরা বাজে কথা বলবে, কারণ তাদের সাহস নেই।

সাহসী দেখানোর প্রতিযোগিতায় এর আগে খোলাখুলি নিজেদের মেলে ধরেছিলেন পুনম পান্ডে, সানি লিওন প্রমুখ।

 সেই দলে এবার নাম লেখালেন শার্লিন চোপড়াও। ওয়াকিবহাল মহলের খবর, শার্লিনের ছবির কারণেই এবার ‘প্লেবয়’ ম্যাগাজিনের চাহিদা বেড়ে গেছে।

বিতর্ক এর আগেও ছুঁয়েছে শার্লিন চোপড়াকে।

একটি সাক্ষাৎকারে একবার তিনি বলেছিলেন, ‘বিয়ের আগে যৌনসঙ্গম করা দরকার।

তবেই ভালোবাসা গভীর হবে।’ তখন এ নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল।

গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে শার্লিনের ছবিসংবলিত ম্যাগাজিনটি প্রকাশ পেতেই হইচই শুরু হয়ে যায়। যদিও তিনি নিন্দায় কান দিতে নারাজ। শুধু বলেছেন, নিন্দুকেরা বাজে কথা বলবে, কারণ তাদের সাহস নেই।সাহসী দেখানোর প্রতিযোগিতায় এর আগে খোলাখুলি নিজেদের মেলে ধরেছিলেন পুনম পান্ডে, সানি লিওন প্রমুখ। সেই দলে এবার নাম লেখালেন শার্লিন চোপড়াও। ওয়াকিবহাল মহলের খবর, শার্লিনের ছবির কারণেই এবার ‘প্লেবয়’ ম্যাগাজিনের চাহিদা বেড়ে গেছে।বিতর্ক এর আগেও ছুঁয়েছে শার্লিন চোপড়াকে। একটি সাক্ষাৎকারে একবার তিনি বলেছিলেন, ‘বিয়ের আগে যৌনসঙ্গম করা দরকার। তবেই ভালোবাসা গভীর হবে।’ তখন এ নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল।
- See more at: http://ekusheysangbad.com/?p=97835#sthash.XQdPWijP.dpuf


 

No comments:

Post a Comment