বাড়ছে পর্ন ভিডিওর প্রতি ঝোঁক


www.need365.blogspot.com

অফিস, রান্না, বাচ্চা সামলে রাতের নরম বিছানা, উষ্ণতা দেয় না। নারী হোক বা পুরুষ আজকের দিনে উভয়ের ব্যস্ততা চরমে। সারাদিনের ক্লান্তিতে রাতের সুখ প্রায় মাঠে মারা যায়।


ফলে পর্ন ভিডিওর প্রতি ঝোঁক এবং পছন্দ দু’টোই বাড়ছে। আসলে পর্ন ভিডিও তাদের কাছে একটা লিগ্যাল আউটলেট ‘সেক্সুয়াল ফ্যান্টাসি’ পূরণের জন্য।


অনেক সময় আবার যৌনতায় একঘেয়েমি কাটাতে স্বামী-স্ত্রী একসঙ্গে পর্ন দেখেন। কিন্তু পর্ন ভিডিও দেখা ভালো না খারাপ? যারা পর্ন দেখেন তারা কি অপরাধ করছেন?


www.need365.blogspot.com


ওপরের দু’টো ঘটনাকে দেখলে বুঝতে পারবেন, পর্নোগ্রাফি দেখা কিন্তু মাঝে মাঝে ক্যাটালিস্টের কাজ করে পার্টনারদের মধ্যে সম্পর্কের উষ্ণতা বাড়ানোর জন্য।


যারা পর্ন দেখেন তারা কি তাহলে ‘পর্ন অ্যাডিক্ট’? ক্লিনিকাল সাইকোলজিস্টদের মতে, ‘পর্ন অ্যাডিক্ট’ বলে কিন্তু কোনও অসুখ হয় না। এটা সম্পূর্ণ মনের ব্যপার। অকারণে পর্ণ দেখা মানে তা অশালীনতায় পৌঁছায়।


সব কাজ ফেলে সব সময় নীল ছবি দেখার ইচ্ছে একেবারেই স্বাভাবিক নয়। অনেক সময় স্বামী ঘন ঘন নীল ছবি দেখলে স্ত্রী হীনমন্যতায় ভোগেন। তাই বুঝতেই পারছেন, পর্ন দেখার কিছু ভালো দিক থাকলেও আছে খারাপ দিকও।


তাই অবশ্যই আগে জেনে নিন আপনার পার্টনার এটা পছন্দ করছেন কি না। বা তার কাছে আপনার ইমেজ নষ্ট হচ্ছে কি না। নইলে এই উপভোগ পরে আপনার কাছেই বিপদের কারণ হতে পারে।

No comments:

Post a Comment