নতুন লুকে বলিউডে ফিরছেন 'কেয়ামত'খ্যাত অভিনেত্রী নেহা ধুপিয়া। তিনি প্রিয়দর্শনের নতুন প্রজেক্টে নাম লিখিয়েছেন। এ ছবিতে নেহাকে রাফ অ্যান্ড টাফ এক তরুণীর ভূমিকায় দেখা যাবে।
এতে চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি একাধিক দৃশ্যে খোলামেলা পোশাক পরবেন। বর্তমানে ছবিটির শুটিং করছেন নেহা।
গত বছরই বিয়ে করেন বলিউডের এই সেক্সসিম্বল অভিনেত্রী।
এরপর থেকে অভিনয় কমিয়ে দেন তিনি। চলতি বছরের শুরুতেই স্বামীসহ ইউরোপে লম্বা একটি সফরে যান নেহা।
দেশে ফিরেই অভিনয় শুরু করেছেন। এ ছবিতে আগের সেক্সসিম্বল ইমেজটাই অক্ষুণ্ন থাকবে বলে জানা গেছে।
এ ছবিতে তাকে একাধিক দৃশ্যে বিকিনি ও সুইমস্যুট পরে ক্যামেরাবন্দি হতে দেখা যাবে।
দীর্ঘ সময় পর আবেদনময় রূপে বলিউডে ফিরে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। সম্প্রতি একটি চ্যানেল তো নেহার এই কামব্যাক নিয়ে আলাদা একটি এপিসোড তেরি করেছিল।
নাম ছিল 'সেক্সি গার্ল রিটার্ন'। এখানে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন নেহা।
নিজের অভিনয়ে ফেরা প্রসঙ্গে নেহা বলেন, 'মৌখিকভাবে আমি ইউরোপ সফরে যাওয়ার আগেই প্রিয়দর্শন আমাকে ছবিটির প্রস্তাব দিয়েছিলেন।
সেখান থেকে ফিরে বিষয়টি পাকাপাকি হলো। এরই মধ্যে শুটিংও শেষ হয়েছে অনেকখানি।
এর মাধ্যমে ২ বছর পর আমার নতুন কোনো ছবি আসছে। এত বড় বিরতি আমার কখনো ছিল না। তাই সত্যি ভালো লাগছে।'
সূত্রটি আরো জানিয়েছে, তিনটি জুটি নিয়ে রোমান্টিক-কমেডিনির্ভর এ ছবির গল্প গড়ে উঠেছে।
এ ছবিতে নেহার বিপরীতে অভিনয় করবেন আরশাদ ওয়ারসি। আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।



No comments:
Post a Comment