হেট স্টোরি ২’ দিয়ে বলিউডে ডেবিউ করেছেন জয় ভানুশালি।
প্রথম ছবিতেই হট সুরভিন চাওলার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। জয়ের ভাগ্য এতটাই ভালো যে, এবার সাক্ষাতেই সানি লিওনের সঙ্গে রোমান্স করতে চলেছেন তিনি।
সানি
লিওনের আপকামিং হিন্দি ছবি ‘লীলা’র ফার্স্টলুক রিলিজ হয়েছিল অনেক দিনে
আগেই।
তবে ছবির নায়ককে বাছাই করতে পরিচালক আমজাদ খানের একটু বেশিই সময় লেগেছে।
‘লীলা’র শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে।
তবে ছবির নায়ককে বাছাই করতে পরিচালক আমজাদ খানের একটু বেশিই সময় লেগেছে।
‘লীলা’র শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে।
ভারতের
যোধপুরের কাশ্মীর ফোর্টে ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং ইতিমধ্যেই হয়ে গেছে।
এ ছবিতে সানি লিওনকে ডবল রোলে দেখা যাবে।
যদিও ছবিতে জয় একজন গায়কের চরিত্রে অভিনয় করছে। শুটিংয়ের ছবি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ারও করেছেন জয়।
এ ছবিতে সানি লিওনকে ডবল রোলে দেখা যাবে।
যদিও ছবিতে জয় একজন গায়কের চরিত্রে অভিনয় করছে। শুটিংয়ের ছবি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ারও করেছেন জয়।
ছোট
পর্দা থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছেন জয়। ‘হেট স্টোরি ২’ মুক্তির ২
দিনের মধ্যেই বেশ ভালো ব্যবসা করেছে।
এবার দেখা বিষয় সানির সঙ্গে জুটি বেঁধে বলিউডে নিজের স্থান পাকাপাকি করতে পারেন কি না তিনি।
এবার দেখা বিষয় সানির সঙ্গে জুটি বেঁধে বলিউডে নিজের স্থান পাকাপাকি করতে পারেন কি না তিনি।

No comments:
Post a Comment