কোহলি-আনুশকার বিয়ে !



www.need365.blogspot.com
 খুব শীঘ্রই বিবাহ-বন্ধনে আবদ্ধ হচ্ছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ও বলিউডের তারকা অভিনেত্রী আনুশকা শর্মা।

 কোহলি ও আনুশকা শর্মার ব্যাপারে কথা বলতে গিয়ে এক মেইল বার্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্টকে এমন কথাই জানিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

সাম্প্রতিক সময়ে মাঠের চেয়ে মাঠের বাইরেই খুব বেশি আলোচিত কোহলি।

বলিউডের তারকা অভিনেত্রী আনুশকার সাথে কোহলির প্রেম ঘটনা সবারই জানা। কিন্তু চলতি ইংল্যান্ড সিরিজ শুরুর আগ থেকে পরবর্তী তিন সপ্তাহ লন্ডনের এক হোটেল কক্ষে আনুশকার সাথে দীর্ঘসময় কোহলির কাটানোর ঘটনা বেশ আলোচিত হয়ে উঠেছে।

কোহলি ও আনুশকার এমন রসায়নে কিছুটা বিচলিত হয়ে পড়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, গন মাধ্যম ও আরো অনেকে। তাই এ বিষয়টি বিসিসিআই’কে জানায়ও টিম ম্যানেজমেন্ট। কিন্তু স্বয়ং বিসিসিআই জানায়, ‘এতে সায় ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের-ই।’

তারপরও কোহলি-আনুশকাকে নিয়ে কপালে চিন্তার ভাঁজ কাটতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তবে চিন্তার ভাঁজ মুছে দিয়েছে বিসিসিআই নিজেই। শুক্রবার এক মেইল বার্তায় বিসিসিআই জানায়, ‘খুব দ্রুতই বিবাহ-বন্ধনে আবদ্ধ হচ্ছেন কোহলি ও আনুশকা।

তারা এক সাথে হোটেলে ছিল এটি ঠিক। তবে এটি নিয়ে উদ্বিগ্ন হবার কোন কারন নেই। কারন বিবাহ করার পরিকল্পনা তাদের রয়েছে। আর বান্ধবীকে নিয়ে খেলোয়াড়দের সফরে যাবার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে।

অতীতে একজন অধিনায়কও তার বান্ধবীকে সফরসঙ্গী হিসেবে নিয়েছিলো।’ কোহলি-আনুশকার প্রেম রসায়ন নিয়ে লেখালেখিতে মগ্ন গনমাধ্যম। তাই এ বিষয়ে নিয়ে ঐ মেইল বার্তায় নিজেদের অভিমত জানাতে গিয়ে কোহলির পক্ষেই গীত গাইলো বিসিসিআই, ‘এমন পরিস্থিতি সামাল দেবার জন্য যথেষ্ট ক্ষমতা আছে কোহলির।

ঠান্ডা মেজাজে গনমাধ্যমকে কিভাবে সামলাতে হয় তাও বেশ ভালো জানে কোহলি।’ গেল কয়েক সপ্তাহ এমন আলোচনা-সমালোচনা শুনতে শুনতে হয়ত বেশ চিন্তিতই ছিলেন কোহলি। তবে বিসিসিআই’র সরাসরি মেইল বার্তায় হয়তো এবার চিন্তামুক্ত হবেন তিনি।

ফলে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আবারো নিজের ব্যাটিং কারিশমা দেখাবেন কোহলি।

No comments:

Post a Comment