সিদ্ধার্থ ডেট করতে আগ্রহী কারিনার সাথে
এই কথাটা শুনে অন্য কেউ খারাপ না ভাবলেও সাইফ আলি খান অবশ্যই রেগে যেতে পারেন।
বলিউডের নবাগত অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার চোখ পড়েছে কারিনার উপর।
এমনিতেই ছবির চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই বিতর্ক জড়ান এই নতুন অভিনেতা।
কিন্তু এবার তিনি একটি টেলিভিশন শোয়ে তিনি যে কথা বললেন তা শুনলে সইফ বোধহয় তাঁকে দুহাত দিয়েই দিতেন।
আসলে টেলিভিশন শো-তে সিদ্ধার্থকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কোন অভিনেত্রীর সঙ্গে ‘ডেট’এ যেতে চান।
উত্তরে সিদ্ধার্থ জানিয়েছেন তার প্রথম পছন্দ নাকি কারিনা। সিদ্ধার্থ আরও বলেন, কারিনার পার্সোনালিটি এমনই যে যেকোন পুরুষ নাকি তার দিকে আকর্ষিত হতে পারেন।
এবার তিনি করিনার প্রশংসা করার জন্য এমন বললেন নাকি তার মনেও এমনি কথাই চলছে সে কথা সিদ্ধার্থই বলতে পারবেন।
ইতিমধ্যেই সিদ্ধার্থের নাম জড়িয়েছে একাধিক নায়িকার সঙ্গে।
‘এক ভিলেন’ ছবির নায়িকা শ্রদ্ধা কাপুরের সঙ্গেও প্রেম বিতর্কে জড়িয়েছিলেন সিদ্ধার্থ।
এর আগেও ‘হাসি তো ফাসি’ ছবির নায়িকা পরিণীতির নামও জড়িয়েছিল সিদ্ধার্থের সঙ্গে।
যদিও পরিণীতি – সিদ্ধার্থ এই জল্পনায় জল ঢেলেছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment