হানি সিং এর নতুন প্রেম !


ইয়ো ইয়ো হানি সিংয়ের বাজারটা আপাতত বেশ ভালই যাচ্ছে।

লুঙ্গি ডান্স গান দিয়েই শ্রোতাদের মন জয় করে নিয়েছেন ভারতের এই পপতারকা।

সিনেমার গানের পাশাপাশি নিজের অ্যালবামের উপরেও জোর দিয়েছেন তিনি।

কিন্তু একটা honey কথা হানি গানের পাশাপাশি একের পর এক জুটি বেঁধেছেন সুন্দরীদের সঙ্গেও।

http://need365.blogspot.com/


প্রথমে রাগীনী এমএমএস ছবিতে হানির সঙ্গ দিয়েছিলেন সানি।

এরপরই সম্প্রতি বোল্ড অ্যান্ড বিউটিফুল সোনাক্ষী সিনহাকে নিয়ে একটি ভিডিও অ্যালবাম করেছেন হানি। তবে এবার হানিকে দেখা ব্রক্ষ্মাণ্ড সুন্দরীর সঙ্গে।

হানি সিংয়ের নুতন অ্যালবামে এবার তার সঙ্গ দেবেন উর্বশী রাউতেলা। ইতিমধ্যেই লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অফ ড্রামাটিকে রিহার্সালও সেড়ে নিয়েছে তারা।

 টুইটারে ছবি দিয়ে একথা নিজেই জানিয়েছিলেন হানি। নিজের নতুন এই ভিডিও নয়া কি চমক আনে হানি সেটাই এবার দেখার।

সূত্র: কলকাতা ২৪x৭
ইয়ো ইয়ো হানি সিংয়ের বাজারটা আপাতত বেশ ভালই যাচ্ছে। লুঙ্গি ডান্স গান দিয়েই শ্রোতাদের মন জয় করে নিয়েছেন ভারতের এই পপতারকা। সিনেমার গানের পাশাপাশি নিজের অ্যালবামের উপরেও জোর দিয়েছেন তিনি। কিন্তু একটা honey কথা হানি গানের পাশাপাশি একের পর এক জুটি বেঁধেছেন সুন্দরীদের সঙ্গেও। - See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2014/08/20/119171#sthash.a5BskG0Z.dpuf

No comments:

Post a Comment