বুক খোলা পুনম !

 www.need365.blogspot.com
তিনি বিতর্ককে ভালোবাসেন, নাকি বিতর্ক তাকে ভালোবাসে-তা বোঝা বড় দায়। উল্টা-পাল্টা সব কাণ্ড করে শিরোনাম হতে তার জুড়ি মেলা ভার।

এর আগে রাস্তার মাঝে বয়ফ্রেন্ডের সঙ্গে অনৈতিক কাজ করে গ্রেপ্তারও হন। সেবার ছাড় পান মুচলেকা দিয়ে।

অশালীন ছবি পোস্ট করে বিতর্কে পুনম!

এবার ফেসবুকে নিজের অশালীন ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় এসেছেন।

কয়েকদিন আগে কফি খাওয়া অবস্থায় প্রায় বুক খোলা দুটি ছবি পোস্ট করেন তিনি। 


 আর তাতেই ভারতীয় গণমাধ্যমে তাকে নিয়ে ফের নিন্দার ঝড় উঠেছে।  


সুএ: খবর টাইমস অব ইন্ডিয়ার




No comments:

Post a Comment