নারী শরীর সিনে পর্দায় সবসময়ই আকর্ষণীয়। ফ্রন্টাল ন্যুডিটি নিয়ে বাংলা বাজার এখন যথেষ্ট সাবলীল। তবে এবার পর্দায় ধরা দেবে নগ্ন পুরুষের শরীর।
সৌজন্য হৃষীকেশ মণ্ডলের প্রথম ছবি ‘অচেনা বন্ধুত্ব’। কিন্তু প্রথম ছবিতেই এই নগ্নতার প্রয়োজন হল কেন? ছবি হিট করানোর জন্য কি নিছক গিমিক? “অচেনা বন্ধুত্বের চিত্রনাট্য আসলে এলজিবিটি মুভমেন্ট নিয়ে তৈরি।
এই মুভমেন্টের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যেও অনেক দ্বিচারিতা আছে। আমি সেটাকে তুলে ধরতে চেয়েছি। এর মধ্যে কোনও নতুন চমক নেই।
আর ন্যুডিটি নিয়ে আমরা কোনও সস্তার পাবলিসিটিও চাই না” বেশ দৃঢ়তার সঙ্গে জানালেন পরিচালক।
এই আসন্ন ছবির নামেই বিষয়টা সহজে ধরতে পারবেন দর্শকরা। তবে মেল ফ্রন্টাল ন্যুডিটি নিয়ে গল্পে কিছু ট্যুইস্ট আছে। ছবিতে পুরুষ-শরীর নিয়ে যে কাঙালপনা তা আর-এক পুরুষের জন্যই!
এমন দুই ভিন্নধর্মী পুরুষের সম্পর্ক নিয়েই গল্প ফেঁদেছেন টালিগঞ্জের নবাগত পরিচালক হৃষীকেশ।
কিন্তু কে সেই সাহসী বীরপুঙ্গব? যিনি সিনেমার খাতিরে ক্যামেরার সামনে নিজেকে উজাড় করে দিলেন? শুধুমাত্র চিত্রনাট্যের দাবিতে, চরিত্রের প্রয়োজনে গায়ে একটা সুতোও না রেখে ফেস করলেন ক্যামেরা?
তিনিও টলি মহলে ছবির পরিচালকের মতই নবাগত। শুভজিৎ দত্ত। বড়পর্দায় শুভজিতের এটাই প্রথম আত্মপ্রকাশ।
কিন্তু প্রথম ছবিতেই বিতর্কিত দৃশ্যে অভিনয় কি বিখ্যাত হওয়ার শর্টরুট? “দেখুন আদতে আমি একজন শরীর-শিল্পী। মানে মডেলিং আমার পেশা। ফলে শরীরই আমার মূলধন। তবে অভিনয় আমার প্যাশন।
সিনেমা আমার কাছে শিল্পের মত। আর সেখানে একজন শিল্পী হিসাবে এটুকু তো করতেই হবে। ছবির স্বার্থেই আমি ফ্রন্টাল ন্যুডিটিতে রাজি হয়েছি।
শুধু পরিচালককে অনুরোধ করেছিলাম অপ্রয়োজনীয় কাউকে শ্যুটিংয়ে রেখো না ”, বললেন আত্মবিশ্বাসী শুভজিৎ।
এই ছবিতেই গায়ক ইমন প্রথম অভিনয় করছেন একটি প্রধান চরিত্রে। চিত্রকর সমীর আইচও থাকছেন ছবির ক্লাইম্যাক্সে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবির মিউজিক ডিরেক্টর ‘ক্যাকটাস’-এর সিধু।
তাঁকে অভিনেতা হিসাবেও ব্যবহার করেছেন পরিচালক। এছাড়াও আছেন প্রিয়ম ও ঊষসী। এলজিবিটি মুভমেন্টের অনেক অজানা তথ্য এই ছবিতে উঠে আসবে।
কিন্তু পৌরুষত্বের ফ্রন্টাল ন্যুডিটি যদি সেন্সর আটকে যায়? “আমরা সবাই একসঙ্গে আন্দোলন করব” বললেন পরিচালক। “সেন্সরে আটকালে সত্যই খুব হতাশ হব” জানালেন বাংলা ছবিতে ফ্রন্টাল ন্যুডিটির সাহস দেখানো প্রথম পুরুষ শুভজিৎ।
কিন্তু
কে সেই সাহসী বীরপুঙ্গব? যিনি সিনেমার খাতিরে ক্যামেরার সামনে নিজেকে উজাড়
করে দিলেন? শুধুমাত্র চিত্রনাট্যের দাবিতে, চরিত্রের প্রয়োজনে গায়ে একটা
সুতোও না রেখে ফেস করলেন ক্যামেরা? তিনিও টলি মহলে ছবির পরিচালকের মতই
নবাগত। শুভজিৎ দত্ত। বড়পর্দায় শুভজিতের এটাই প্রথম আত্মপ্রকাশ।
কিন্তু প্রথম ছবিতেই বিতর্কিত দৃশ্যে অভিনয় কি বিখ্যাত হওয়ার শর্টরুট? “দেখুন আদতে আমি একজন শরীর-শিল্পী। মানে মডেলিং আমার পেশা। ফলে শরীরই আমার মূলধন। তবে অভিনয় আমার প্যাশন। সিনেমা আমার কাছে শিল্পের মত। আর সেখানে একজন শিল্পী হিসাবে এটুকু তো করতেই হবে। ছবির স্বার্থেই আমি ফ্রন্টাল ন্যুডিটিতে রাজি হয়েছি। শুধু পরিচালককে অনুরোধ করেছিলাম অপ্রয়োজনীয় কাউকে শ্যুটিংয়ে রেখো না ”, বললেন আত্মবিশ্বাসী শুভজিৎ।
এই ছবিতেই গায়ক ইমন প্রথম অভিনয় করছেন একটি প্রধান চরিত্রে। চিত্রকর সমীর আইচও থাকছেন ছবির ক্লাইম্যাক্সে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবির মিউজিক ডিরেক্টর ‘ক্যাকটাস’-এর সিধু। তাঁকে অভিনেতা হিসাবেও ব্যবহার করেছেন পরিচালক। এছাড়াও আছেন প্রিয়ম ও ঊষসী। এলজিবিটি মুভমেন্টের অনেক অজানা তথ্য এই ছবিতে উঠে আসবে। কিন্তু পৌরুষত্বের ফ্রন্টাল ন্যুডিটি যদি সেন্সর আটকে যায়? “আমরা সবাই একসঙ্গে আন্দোলন করব” বললেন পরিচালক। “সেন্সরে আটকালে সত্যই খুব হতাশ হব” জানালেন বাংলা ছবিতে ফ্রন্টাল ন্যুডিটির সাহস দেখানো প্রথম পুরুষ শুভজিৎ।
- See more at: http://ekusheysangbad.com/?p=86237#sthash.pz6YOYG7.dpuf
কিন্তু প্রথম ছবিতেই বিতর্কিত দৃশ্যে অভিনয় কি বিখ্যাত হওয়ার শর্টরুট? “দেখুন আদতে আমি একজন শরীর-শিল্পী। মানে মডেলিং আমার পেশা। ফলে শরীরই আমার মূলধন। তবে অভিনয় আমার প্যাশন। সিনেমা আমার কাছে শিল্পের মত। আর সেখানে একজন শিল্পী হিসাবে এটুকু তো করতেই হবে। ছবির স্বার্থেই আমি ফ্রন্টাল ন্যুডিটিতে রাজি হয়েছি। শুধু পরিচালককে অনুরোধ করেছিলাম অপ্রয়োজনীয় কাউকে শ্যুটিংয়ে রেখো না ”, বললেন আত্মবিশ্বাসী শুভজিৎ।
এই ছবিতেই গায়ক ইমন প্রথম অভিনয় করছেন একটি প্রধান চরিত্রে। চিত্রকর সমীর আইচও থাকছেন ছবির ক্লাইম্যাক্সে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবির মিউজিক ডিরেক্টর ‘ক্যাকটাস’-এর সিধু। তাঁকে অভিনেতা হিসাবেও ব্যবহার করেছেন পরিচালক। এছাড়াও আছেন প্রিয়ম ও ঊষসী। এলজিবিটি মুভমেন্টের অনেক অজানা তথ্য এই ছবিতে উঠে আসবে। কিন্তু পৌরুষত্বের ফ্রন্টাল ন্যুডিটি যদি সেন্সর আটকে যায়? “আমরা সবাই একসঙ্গে আন্দোলন করব” বললেন পরিচালক। “সেন্সরে আটকালে সত্যই খুব হতাশ হব” জানালেন বাংলা ছবিতে ফ্রন্টাল ন্যুডিটির সাহস দেখানো প্রথম পুরুষ শুভজিৎ।
- See more at: http://ekusheysangbad.com/?p=86237#sthash.pz6YOYG7.dpuf
নারী
শরীর সিনে পর্দায় সবসময়ই আকর্ষণীয়। ফ্রন্টাল ন্যুডিটি নিয়ে বাংলা বাজার
এখন যথেষ্ট সাবলীল। তবে এবার পর্দায় ধরা দেবে নগ্ন পুরুষের শরীর। সৌজন্য
হৃষীকেশ মণ্ডলের প্রথম ছবি ‘অচেনা বন্ধুত্ব’। কিন্তু প্রথম ছবিতেই এই
নগ্নতার প্রয়োজন হল কেন? ছবি হিট করানোর জন্য কি নিছক গিমিক? “অচেনা
বন্ধুত্বের চিত্রনাট্য আসলে এলজিবিটি মুভমেন্ট নিয়ে তৈরি। এই মুভমেন্টের
সঙ্গে যারা জড়িত তাদের মধ্যেও অনেক দ্বিচারিতা আছে। আমি সেটাকে তুলে ধরতে
চেয়েছি। এর মধ্যে কোনও নতুন চমক নেই। আর ন্যুডিটি নিয়ে আমরা কোনও সস্তার
পাবলিসিটিও চাই না” বেশ দৃঢ়তার সঙ্গে জানালেন পরিচালক।
এই আসন্ন ছবির নামেই বিষয়টা সহজে ধরতে পারবেন দর্শকরা। তবে মেল ফ্রন্টাল ন্যুডিটি নিয়ে গল্পে কিছু ট্যুইস্ট আছে। ছবিতে পুরুষ-শরীর নিয়ে যে কাঙালপনা তা আর-এক পুরুষের জন্যই! এমন দুই ভিন্নধর্মী পুরুষের সম্পর্ক নিয়েই গল্প ফেঁদেছেন টালিগঞ্জের নবাগত পরিচালক হৃষীকেশ।
- See more at: http://ekusheysangbad.com/?p=86237#sthash.pz6YOYG7.dpuf
এই আসন্ন ছবির নামেই বিষয়টা সহজে ধরতে পারবেন দর্শকরা। তবে মেল ফ্রন্টাল ন্যুডিটি নিয়ে গল্পে কিছু ট্যুইস্ট আছে। ছবিতে পুরুষ-শরীর নিয়ে যে কাঙালপনা তা আর-এক পুরুষের জন্যই! এমন দুই ভিন্নধর্মী পুরুষের সম্পর্ক নিয়েই গল্প ফেঁদেছেন টালিগঞ্জের নবাগত পরিচালক হৃষীকেশ।
- See more at: http://ekusheysangbad.com/?p=86237#sthash.pz6YOYG7.dpuf


No comments:
Post a Comment