
ভারতীয় পপ তারকা হানি সিং আহত হয়েছেন।
রিয়ালিটি টিভি শো ‘ইন্ডিয়া র’ স্টার’-এর প্রথম পর্বের শ্যুটিং চলাকালীন পড়ে গিয়ে আহত হন তিনি।
প্রথম পর্বের শেষ অংশের শ্যুটিং চলার সময় আচমকাই দুর্ঘটনাটি ঘটে।
সেটের মধ্যেই পড়ে যান তিনি। তবে অদমনীয় মানসিকতার জেরে সকলকে হতবাক করে নিজের চেষ্টাতে উঠে দাঁড়ান তিনি।
এমনকী ফের শট্ দিতেও রাজি হয়ে যান হানি সিং।
তবে তাঁর চোট তেমন গুরুতর নয় বলে জানা গেছে।
‘ইন্ডিয়া র’ স্টার’-এ যোগ দেওয়া প্রতিযোগীদের বন্ধু, মেন্টর ও পথপ্রদর্শক হিসেবে দেখা যাবে লুঙ্গি ডান্স খ্যাত সঙ্গীত শিল্পী হানি সিংকে।
No comments:
Post a Comment