দীপিকা পাড়ুকোন অর্জুন কাপুরকে বললেন, 'আমি একজন কুমারি।'দীপিকার
'কুমারিত্ব' নিয়ে টানাপোড়েন দীপিকার এই বক্তব্য নিয়ে অর্জুন কোনো আপত্তি
তোলেননি, তবে বাধ সেধেছে ভারতের সেন্সর বোর্ড!
যেহেতু দীপিকা নিজের কুমারিত্ব সংক্রান্ত বক্তব্যটি একটি সিনেমায় দিয়েছেন, তাই সেন্সর বোর্ড তাতে নাক গলানোর এখতিয়ারও রাখে। কিন্তু তাদের আপত্তির বিষয়টি আবার মেনে নিতে নারাজ ছবির পরিচালক হোমি আদাজানিয়া।
মুক্তির আগ মুহূর্তে তাই ভীষণ টানাপোড়েন শুরু হয়েছে দীপিকা-অর্জুন জুটির ছবি 'ফাইন্ডিং ফ্যানি' নিয়ে। ১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছবিটি।
'বিয়িং সাইরাস', 'ককটেল'-এর মতো অভিনব সব সিনেমার নির্মাতা হোমি পরিচালিত এই ছবিতে দীপিকা একজন বিধবা। বিয়ের রাতেই মারা যায় তার স্বামী। বিধবা দীপিকার সখ্যতা হয় অর্জুনের সঙ্গে এবং কোনো এক প্রসঙ্গে তাকে জানাতে হয়, তিনি একজন কুমারি। সেন্সর বোর্ডের মতে, এই সংলাপগুলো
ছবিতে 'অযৌক্তিক এবং প্রয়োজনহীন'। তাই এই ছবির জন্য সার্বজনীন ছাড়পত্র পেতে সংলাপটুকু ছেটেঁ ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।
সেন্সর কর্তাদের এমন চাহিদা শুনে রেগে আগুন 'ফাইন্ডিং ফ্যানি'র নির্মাতা হোমি। তিনি আরো উদাহরণ টেনে বলেন, এর আগে শাহরুখ খান আর প্রীতি জিনতা এমন প্রসঙ্গ নিয়ে আলাপ করেন 'দিল সে' ছবিতে।
কদিন আগে মুক্তি পাওয়া 'টু স্টেটস' ছবিতেও আছে এমন প্রসঙ্গ। তাদের ছাড়পত্র পেতে সমস্যা হয়নি, আমার কেন হবে? এদিকে অভিযোগ উঠেছে সেন্সর বোর্ডে এই সংলাপ নিয়ে যিনি আপত্তি তুলেছেন, সেই দীপক আসলে আপত্তি তোলার মতো ক্ষমতাধর কেউ নন।
তিনি ভারতের এই প্রতিষ্ঠানটির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারি মাত্র। তবে দীপকের দাবি, তিনি একা নন আরো অনেকেই আপত্তি তুলেছেন। হোমি কি সিদ্ধান্ত নেবেন তা জানা যায়নি এখনো।
যেহেতু দীপিকা নিজের কুমারিত্ব সংক্রান্ত বক্তব্যটি একটি সিনেমায় দিয়েছেন, তাই সেন্সর বোর্ড তাতে নাক গলানোর এখতিয়ারও রাখে। কিন্তু তাদের আপত্তির বিষয়টি আবার মেনে নিতে নারাজ ছবির পরিচালক হোমি আদাজানিয়া।
মুক্তির আগ মুহূর্তে তাই ভীষণ টানাপোড়েন শুরু হয়েছে দীপিকা-অর্জুন জুটির ছবি 'ফাইন্ডিং ফ্যানি' নিয়ে। ১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছবিটি।
'বিয়িং সাইরাস', 'ককটেল'-এর মতো অভিনব সব সিনেমার নির্মাতা হোমি পরিচালিত এই ছবিতে দীপিকা একজন বিধবা। বিয়ের রাতেই মারা যায় তার স্বামী। বিধবা দীপিকার সখ্যতা হয় অর্জুনের সঙ্গে এবং কোনো এক প্রসঙ্গে তাকে জানাতে হয়, তিনি একজন কুমারি। সেন্সর বোর্ডের মতে, এই সংলাপগুলো
ছবিতে 'অযৌক্তিক এবং প্রয়োজনহীন'। তাই এই ছবির জন্য সার্বজনীন ছাড়পত্র পেতে সংলাপটুকু ছেটেঁ ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।
সেন্সর কর্তাদের এমন চাহিদা শুনে রেগে আগুন 'ফাইন্ডিং ফ্যানি'র নির্মাতা হোমি। তিনি আরো উদাহরণ টেনে বলেন, এর আগে শাহরুখ খান আর প্রীতি জিনতা এমন প্রসঙ্গ নিয়ে আলাপ করেন 'দিল সে' ছবিতে।
কদিন আগে মুক্তি পাওয়া 'টু স্টেটস' ছবিতেও আছে এমন প্রসঙ্গ। তাদের ছাড়পত্র পেতে সমস্যা হয়নি, আমার কেন হবে? এদিকে অভিযোগ উঠেছে সেন্সর বোর্ডে এই সংলাপ নিয়ে যিনি আপত্তি তুলেছেন, সেই দীপক আসলে আপত্তি তোলার মতো ক্ষমতাধর কেউ নন।
তিনি ভারতের এই প্রতিষ্ঠানটির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারি মাত্র। তবে দীপকের দাবি, তিনি একা নন আরো অনেকেই আপত্তি তুলেছেন। হোমি কি সিদ্ধান্ত নেবেন তা জানা যায়নি এখনো।


No comments:
Post a Comment