পাবনার বেড়া উপজেলার আমিনপুরে স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে বিল্লাল হোসেন (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার এবং এ ঘটনার পরিপ্রেক্ষিতে তার শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে ঢালারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল হাই জানান, বিল্লাল হোসেন প্রায় আট বছর ধরে আমিনপুর থানার ঢালারচর ছাইথুপি গ্রামের আফতাব সরদারের মেয়ে লাইলী খাতুনকে (২৫) বিয়ে করে সেখানে ঘরবাড়ি তুলে বসবাস করে আসছিলেন।
সম্প্রতি তার স্ত্রী লাইলী খাতুন একই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে পাষাণ আলীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করে।
এরই জের ধরে শনিবার রাতের কোনো এক সময় বিল্লাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ তার স্বজনদের।
রোববার সকালে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে শ্বশুরবাড়ির পাশে একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় বিল্লাল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।
এসআই আবদুল হাই আরো জানান, বিল্লাল আত্মহত্যা করেছেন, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে— তা জানা যাবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, এ বিষয়ে নিহতের চাচা মমিন শেখ বাদী হয়ে বিল্লালের শ্বশুর আফতাব সরদার, শাশুড়ি রূপবান বেগম, স্ত্রী লাইলী খাতুন ও লাইলীর প্রেমিক পাষাণ আলীকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
মামলার পরিপ্রেক্ষিতে বিল্লালের শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

No comments:
Post a Comment