প্রশান্ত মহাসাগরের গুগল !


দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে প্রশান্ত মহাসাগরের তলদেশে কেব্‌ল্‌ বসাচ্ছে গুগল। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে জাপান পর্যন্ত এ কেব্‌ল্‌ বসাতে ব্যয় হবে প্রায় দুই হাজার ৪০০ কোটি টাকা (৩০ কোটি ডলার)। আর এ কাজে গুগলকে সহায়তা করছে এশিয়ার পাঁচটি টেলিকম প্রতিষ্ঠান।
কেব্ল্টি চালু হলে প্রতি সেকেন্ডে ৬০ টেরাবাইট (এক হাজার ২৪ গিগাবাইটে এক টেরাবাইট) গতিতে তথ্য বিনিময় করা সম্ভব হবে। ২০১৬ সাল নাগাদ কেব্‌ল্‌ স্থাপনের কাজ শেষ হবে।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/tech-everyday/2014/08/14/116994#sthash.2251ItPz.dpuf
http://need365.blogspot.com/

দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে প্রশান্ত মহাসাগরের তলদেশে কেব্‌ল্‌ বসাচ্ছে গুগল।

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে জাপান পর্যন্ত এ কেব্‌ল্‌ বসাতে ব্যয় হবে প্রায় দুই হাজার ৪০০ কোটি টাকা (৩০ কোটি ডলার)।

আর এ কাজে গুগলকে সহায়তা করছে এশিয়ার পাঁচটি টেলিকম প্রতিষ্ঠান।

কেব্ল্টি চালু হলে প্রতি সেকেন্ডে ৬০ টেরাবাইট (এক হাজার ২৪ গিগাবাইটে এক টেরাবাইট) গতিতে তথ্য বিনিময় করা সম্ভব হবে।

২০১৬ সাল নাগাদ কেব্‌ল্‌ স্থাপনের কাজ শেষ হবে।

No comments:

Post a Comment