হলিউড-বলিউড তারকাদের নিয়ে সাধারণের আগ্রহের কোনো কমতি নেই।তারা কোথায় যায়, কি খায়, কার সঙ্গে রোমান্স করে তা জানার জন্য ভক্তদের গভীর আগ্রহ রয়েছে সারা বিশ্বেই।
আর ভক্তদের এই চাহিদা পুরণে সদা সজাগ থাকেন ফটোসাংবাদকরা।
তারকাদের কোন একটি বিশেষ মুহূর্ত সাংবাদিকরা হাতছাড়া করতে নারাজ।
এর আগে অন্তর্বাস ছাড়াও তারকাদের সচিত্র প্রতিবেদন ছেপে পাঠকের চাহিদা পুরণ করার চেষ্টা করা হয়েছে।
তবে স্বল্প বসনে পেন্টিছাড়া তারকাদের বিব্রতকার কিছু মুহূর্তও সম্প্রতি ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে।
তাদের এরকমই কিছু ব্যতিক্রমী ছবি পাঠকদের সামনে তুলে ধরা হলো।
জনপ্রিয় কণ্ঠশিল্পী ব্রিটনি স্পিয়ার্স সম্প্রতি গাড়ি থেকে বের হওয়ার সময় পেন্টিলেস অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন।
মার্কিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ও মডেল তারকা কোকো অস্টিন কমান্ডো পোশাক পরে বিশেষ ভঙ্গিতে হেটে যাওয়ার সময় পাপ্পারাজ্জিদের ক্যামেরায় পেন্টিলেস অবস্থায় ধরা পড়েন।
এ ছাড়া একটি টিভি সিরিয়ালের জন্য লড়াকু দৃশ্যে অভিনয়ের সময় বিব্রতকর অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন মার্কিন
অভিনেত্রী ও মডেল তারকা কিমবেলা বানদেরহি।
ভারতের অভিনেতা, মডেল তারকা ও ইন্টেরিয়র ডিজাইনার সমিতা শেঠী সম্প্রতি কোন এক অনুষ্ঠানে দুই পা ভাজ
করার মুহূর্তে বিব্রতকর দৃশে ক্যামেরাবন্দি হন।
চেকোস্লোভাকিয়ার মডেল তারকা ও অভিনেত্রীও প্রায় একই অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন।
তিনি যখন দুই পা ভাজ করে চেয়ারে বসেছিলেন তখন দুষ্টু ক্যামেরার চোখ সেদিকে সক্রিয় হয়ে ওঠে।




No comments:
Post a Comment