ফোন নম্বর বাধ্যতামূলক মেইল খুলতে
জিমেইল ও ইয়াহুতে মেইল খুলতে ফোন নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।
স্প্যাম ঠেকাতে এ ব্যবস্থা নিতে যাচ্ছে বিশ্বের জনপ্রিয় এ দুটি কোম্পানি।
মোবাইল নম্বর যাচাই হওয়ার পরই কেবল মেইল অ্যাকাউন্টটি খোলা যাবে। এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়। জিমেইলের একজন মুখপাত্র দাবি করেন, ফোন নম্বর দেওয়ার বিষয়টি ঐচ্ছিক ছিল।
কিন্তু একজন ব্যবহারকারীর একাধিক মেইল তৈরির বিষয়ে ফোন নম্বর বাধ্যতামূলক না থাকার সুযোগও ছিল।
এতে স্প্যাম মেইল প্রেরককে শনাক্ত করা সম্ভবপর হচ্ছিল না।
মেইল ব্যবহারকারীদের সুরক্ষা দিতে এবং রোবট মেইল অ্যাকাউন্ট সৃষ্টিকারী ঠেকাতে ফোন নম্বর বাধ্যতামূলক করা হচ্ছে।
একটি ফোন নম্বর দিয়ে একাধিক মেইল অ্যাকাউন্ট খোলার বিষয়টিও নিয়ন্ত্রণ করা হবে।
গুগল টেলিফোন বা মোবাইল নম্বর দিয়ে মেইল অ্যাকাউন্ট তৈরির সুযোগ রাখলেও ইয়াহু কর্তৃপক্ষ মোবাইল ফোন নম্বরকে বাধ্যতামূলক করছে।
ইয়াহুর একজন মুখপাত্র জানিয়েছেন, ইয়াহুতে আমরা ব্যবহারকারীর নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই।
অ্যাকাউন্টধারীর দ্বিতীয় ধাপের নিরাপত্তা নিশ্চিত করতে পাসওয়ার্ডের পাশাপাশি মোবাইল নম্বরকেও বাধ্যতামূলক করা হচ্ছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment