স্মার্টফোনকে গুপ্তচর বানাতে নতুন অ্যাপ !

 অনুমতি না নিয়েই বা অজ্ঞাতে আপনার স্মার্টফোনটিকে একটি মাইক্রো ফোনে পরিণত করা যাবে।

 এ জন্য ফোনটিকে জাইরোস্কোপ বানিয়ে ফেলতে হবে বলে জানান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক।

জাইরোস্কোপের মাধ্যমে কম্পন বা অরিয়েন্টেশন মাপা হয়। স্মার্টফোনটিকে জাইরোস্কোপ বানাতে গবেষকরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়েছেন যার নাম জাইরোফোন।

 অ্যাপটি তার চারপাশ থেকে ৮০-২৫০ মেগাহার্জ মাত্রার শব্দ শনাক্ত করে রেকর্ড করতে থাকবে। এই মাত্রার শব্দতরঙ্গ আসে মানুষের কণ্ঠ থেকে।

তাদের এই তত্ত্ব কতটুকু সত্য তা পরখ করে নিতে পারবেন। এ জন্য তারা একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছেন। মোবাইলে সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপটির কার্যকারিতা দেখে নেওয়া যাবে।

https://crypto.stanford.edu/gyrophone/gyro.html -মোবাইল থেকে এই লিঙ্কে গিয়ে পরীক্ষা করে দেখুন।

মূলত এই গবেষণার মাধ্যমে তারা দেখাতে চেয়েছেন যে, মোবাইল ফোনকে নানা কাজে ব্যবহার করা যাবে।

অন্য একটি ব্যবহারের কথা জানিয়ে তারা বলেন, এভাবে মোবাইলে সেন্সরের ব্যবহারের মধ্য দিয়ে মোবাইলের হার্ডওয়্যারের ফিঙ্গারপ্রিন্ট বানানো যাবে।

এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একজনের নির্দিষ্ট সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

গবেষকরা আরো জানান, মোবাইলে থাকা স্পিকার ফোনের ফ্রিকোয়েন্সি শনাক্ত করার ক্ষমতা এবং যন্ত্রের নির্দিষ্ট অ্যাক্সেলোমিটার ক্যালিব্রেশন বিশ্লেষণের ত্রুটির ওপর ভিত্তি করে জাইরোফোন অ্যাপের জন্য কাজ করা হয়েছে।

বর্তমানে অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য বানানো হলেও আইফোনের জন্য একে প্রস্তুত করা সময়ের ব্যাপারমাত্র। আমাদের এই জাইরো সেন্সরটি ১০০ মেগাহার্জের কম মাত্রার শব্দতরঙ্গ ধরতে পারছে বলেও জানান এক গবেষক।

বোদ্ধাদের মতে, ফোনে আড়িপাতা বিষয়ে বিশ্বজুড়ে যে তোলপাড় চলেছিল, সেই আশঙ্কা আবার ছড়িয়ে দিতে পারে এই গবেষণা। কারো অগোচরে তার যাবতীয় কথা রেকর্ড করে ফেলা নিশ্চয়ই ভালো চোখে দেখা যায় না।

গত জুনে বিশ্বের অন্যতম বৃহৎ ইনফরমেশন সিকিউরিটি ফার্ম রাশিয়ার কাসপারস্কি ল্যাব জানায়, ইতলির একটি প্রতিষ্ঠানকে দিয়ে এমন একটি বৈধ ম্যালওয়্যার বানানো হয়েছে যার মাধ্যমে কোনো মোবাইলে প্রবেশ করা যাবে।

এটি বিশ্বের প্রথম রিমোট কন্ট্রোল সিস্টেম ম্যালওয়্যার যা মানুষের মোবাইলের নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলবে।

সূত্র : ইন্টারনেট 
অনুমতি না নিয়েই বা অজ্ঞাতে আপনার স্মার্টফোনটিকে একটি মাইক্রো ফোনে পরিণত করা যাবে। এ জন্য ফোনটিকে জাইরোস্কোপ বানিয়ে ফেলতে হবে বলে জানান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। জাইরোস্কোপের মাধ্যমে কম্পন বা অরিয়েন্টেশন মাপা হয়। স্মার্টফোনটিকে জাইরোস্কোপ বানাতে গবেষকরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়েছেন যার নাম জাইরোফোন। অ্যাপটি তার চারপাশ থেকে ৮০-২৫০ মেগাহার্জ মাত্রার শব্দ শনাক্ত করে রেকর্ড করতে থাকবে। এই মাত্রার শব্দতরঙ্গ আসে মানুষের কণ্ঠ থেকে।
তাদের এই তত্ত্ব কতটুকু সত্য তা পরখ করে নিতে পারবেন। এ জন্য তারা একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছেন। মোবাইলে সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপটির কার্যকারিতা দেখে নেওয়া যাবে। https://crypto.stanford.edu/gyrophone/gyro.html -মোবাইল থেকে এই লিঙ্কে গিয়ে পরীক্ষা করে দেখুন।
মূলত এই গবেষণার মাধ্যমে তারা দেখাতে চেয়েছেন যে, মোবাইল ফোনকে নানা কাজে ব্যবহার করা যাবে। অন্য একটি ব্যবহারের কথা জানিয়ে তারা বলেন, এভাবে মোবাইলে সেন্সরের ব্যবহারের মধ্য দিয়ে মোবাইলের হার্ডওয়্যারের ফিঙ্গারপ্রিন্ট বানানো যাবে। এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একজনের নির্দিষ্ট সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
গবেষকরা আরো জানান, মোবাইলে থাকা স্পিকার ফোনের ফ্রিকোয়েন্সি শনাক্ত করার ক্ষমতা এবং যন্ত্রের নির্দিষ্ট অ্যাক্সেলোমিটার ক্যালিব্রেশন বিশ্লেষণের ত্রুটির ওপর ভিত্তি করে জাইরোফোন অ্যাপের জন্য কাজ করা হয়েছে।
বর্তমানে অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য বানানো হলেও আইফোনের জন্য একে প্রস্তুত করা সময়ের ব্যাপারমাত্র। আমাদের এই জাইরো সেন্সরটি ১০০ মেগাহার্জের কম মাত্রার শব্দতরঙ্গ ধরতে পারছে বলেও জানান এক গবেষক।
বোদ্ধাদের মতে, ফোনে আড়িপাতা বিষয়ে বিশ্বজুড়ে যে তোলপাড় চলেছিল, সেই আশঙ্কা আবার ছড়িয়ে দিতে পারে এই গবেষণা। কারো অগোচরে তার যাবতীয় কথা রেকর্ড করে ফেলা নিশ্চয়ই ভালো চোখে দেখা যায় না।
গত জুনে বিশ্বের অন্যতম বৃহৎ ইনফরমেশন সিকিউরিটি ফার্ম রাশিয়ার কাসপারস্কি ল্যাব জানায়, ইতলির একটি প্রতিষ্ঠানকে দিয়ে এমন একটি বৈধ ম্যালওয়্যার বানানো হয়েছে যার মাধ্যমে কোনো মোবাইলে প্রবেশ করা যাবে। এটি বিশ্বের প্রথম রিমোট কন্ট্রোল সিস্টেম ম্যালওয়্যার যা মানুষের মোবাইলের নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলবে।
সূত্র : ইন্টারনেট - See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2014/08/19/118882#sthash.rTgtEwqO.dpuf

No comments:

Post a Comment