শিগগিরই কুমারী মা হতে যাচ্ছেন কঙ্গনা রনৌত! তবে বাস্তবে নয়, রূপালি পর্দায়।
‘ফ্যাশন’, ‘কুইন’ ও ‘রিভলভার রানী’র পর এবার কুমারী মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে।
ছবিটির নাম ‘কাট্টি বাট্টি’। এতে কঙ্গনার সহশিল্পী আমির খানের ভাগ্নে ইমরান খান।
এবারই প্রখম জুটি বাঁধছেন তারা। পর্দায় ইমরানের সঙ্গে প্রেমের সময় সন্তানসম্ভবা হবেন বলিউডের এই অভিনেত্রী।
বিয়ে এবং গর্ভধারণ এ দুই বিষয়কে মুখ্য রেখে ছবিটি পরিচালনা করবেন নিখিল আদভানি।
কুমারী মায়ের চরিত্রে অভিনয় প্রসঙ্গে কঙ্গনা মনে করছেন, বিয়ে না করে মা হওয়াটা দোষের কিছু না।
ছবিতে কঙ্গনাকে দিল্লির ধনী পরিবারের মেয়ে পায়েল আর ইমরানকে দেখা যাবে পুনের মধ্যবিত্ত ছেলে ম্যাডির ভূমিকায়।
প্রেমের সময় প্রেমিকা অন্তসঃত্ত্বা হয়ে পড়লে ম্যাডি বিয়ে করে থিতু হতে চায়। কিন্তু পায়েল বিয়ের মতো প্রাচীন রীতিতে বিশ্বাসী না।
নিখিল জানান, শুরুতে ছবিটির নাম ছিল ‘শালি কুত্তিয়া : অ্যা লাভ স্টোরি’।
কিন্তু সেন্সর বোর্ড নামের জন্য ছবিটি ছাড়ছিলো না বলে বাধ্য হয়ে নাম পরিবর্তন করতে হয়েছে।


No comments:
Post a Comment