মিকা সিংয়ের সঙ্গে সানি লিওনের রাত্রিযাপন !

 www.need365.blogspot.com
ভারতীয় সংগীতশিল্পী মিকা সিং সম্প্রতি বলিউডের আলোচিত ও আবেদনময়ী নায়িকা সানি লিওনের সঙ্গে রাত্রিযাপন করেছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে এমনটাই টুইট করেছেন মিকা সিং।

টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, সানি লিওন এবং মিকা সিং যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে একসঙ্গে পারফরম্যান্স করেছেন।

 সে কারণেই বর্তমানে এ দুই শিল্পী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

 তবে তারা দুজন অনুষ্ঠানের বাইরে বেশির ভাগ সময়ই একান্তে কাটাচ্ছেন।


 www.need365.blogspot.com


তাদের এই ব্যাপার নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। সেই জল্পনায় যোগ হয়েছে মিকা সিংয়ের টুইট বার্তার উত্তাপ।

তিনি সেই আলোচিত টুইটে লিখেছেন, ‘সানি লিওন, গত রাতে তোমার ঘরে অনেক ভালো সময় কাটিয়েছি।

 ইয়ামি পিজ্জা এবং চাই লেটের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 তোমার সঙ্গে ওরল্যান্ডোতে দেখা হবে। সে পর্যন্ত নাচো।

সুত্র: bangladeshpress.com

No comments:

Post a Comment