আগামী ১০ই জুন ওয়ালটন মোবাইল বাজারে আনতে যাচ্ছে তাদের নতুন চমক। যদিও অফিশিয়ালভাবে এখনো স্মার্টফোনটির নাম জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে যে, এর নাম হতে যাচ্ছে Walton Primo Blade (মোবাইলদোকান বাংলাদেশ অনলাইন পোর্টালের সূত্র অনুযায়ী). গুজব আছে এটি হতে যাচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন Gionee Elife S5.5 এর রিব্র্যান্ডেড ভার্সন।
এতে করে Walton Primo Blade ও বিশ্বের সবচেয়ে পাতলা ফোন (মাত্র ৫.৫ মিলিমিটার) হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিতে পারে।
ওয়ালটন যদিও এই বিষয়ে অফিশিয়ালি খুব ডিটেলড কিছু জানায়নি তবে এতুটুকু জানা গেছে যে আগামী ১০ জুন তারা একটি চমকপ্রদ ফোন বাজারে মুক্তি দিতে যাচ্ছে।
যার স্লোগান হচ্ছে, "The Blade is Coming". ওয়ালটনের ফেইসবুক পেজে গিয়ে দেখা গেল অনেকেই প্রশ্ন করছে এর মানে কি নতুন এই ফোন দিয়ে কোনভাবে শেভ করা সম্ভব? অনেকে ভাবছেন এই মোবাইলের কোনা হয়ত খুব ধারালো হবে যেন চোর ছিনতাইকারীরা চট করে নিয়ে যেতে না পারে।
যে যাই বলুক বিশ্বস্ত সূত্রমতে জানা গেছে এর মানে হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হতে যাচ্ছে তাই এমন স্লোগান। যেহেতু ওয়ালটনের অনেক ফোনই Gionee ব্র্যান্ড এর রিব্র্যান্ড তাই যুক্তিযুক্তভাবেই এটি Gionee Elife S5.5 এর রিব্র্যান্ড হলে আশ্চর্য হবার কিছু নেই।
এতে থাকতে পারে ১.৭ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর, ২ গিগাবাইট RAM, ১৩ মেগাপিক্সেল ব্যাক এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মালি ৪৫০ জিপিইউ, ৫ ইঞ্চি ১০৮০ x ১৯২০ পিক্সেলের সুপার আমোলেড ডিসপ্লে, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমরি থ্রিজি নেটওয়ার্ক ইত্যাদি। স্মার্টফোনটির দাম হতে পারে ২৭,০০০ টাকার মত।

No comments:
Post a Comment