গুগলের এখন ড্রপক্যাম !

http://need365.blogspot.com/



গুগলের নেস্ট ল্যাব কিনে নিচ্ছে ড্রপক্যাম। প্রিয় টেকে কিছুদিন আগে গুগল ড্রপক্যাম অধিগ্রহণ করতে পারে বলে জানানো হয়েছিল। আজ মিললো অফিসিয়াল ঘোষণা।

ড্রপক্যাম কে অধিগ্রহণ করা হচ্ছে ৫৫৫ মিলিয়ন ডলারের বিনিময়ে। স্টার্টআপ কোম্পানি ড্রপক্যাম মূলত বাসা বাড়ির জন্য সিকিউরিটি ক্যামেরা তৈরি করে যা স্মার্টফোনের সাহায্যে দূরবর্তী স্থান থেকে নিয়ন্ত্রণ করা যায়।

 অন্যদিকে গুগলের পূর্বে অধিগ্রহণ করা নেস্ট ল্যাব বিক্রি করে ডিজিটাল থার্মোস্ট্যাট এবং স্মোক অ্যালার্ম যা স্মার্টফোনের অথবা স্মার্ট ডিভাইসের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।

নেস্টের কো ফাউন্ডার বলেছেন: “We care very deeply about helping people stay connected to their home, especially when they’re not in their home,”

অর্থাৎ তারা মানুষের প্রয়োজনে নতুন প্রযুক্তি নিয়ে আসতে যাচ্ছে। কাজ করবে গুগলের সাথে।


সুএ: (ownArtical.Blogspot.com)

No comments:

Post a Comment