বুদ্ধিমান মোবাইল ফোন চার্জার !

http://need365.blogspot.com/

ফোন চার্জ দেওয়ার কথা তো আমাদের মনে থাকেই। কিন্তু বিড়ম্বনা হলো চার্জ দেওয়া শেষ হলে সকেট থেকে চার্জার বের করার কথা ভুলে যাই অনেকেই। এদিকে বিদ্যুৎ বিল তো বাড়তেই থাকে। অনেক সময় শর্ট সার্কিট থেকে দেখা দেয় আগুন।এ সমস্যা থেকে মুক্তি পেতে ফিনিশ উদ্ভাবক তৈরি করেছেন বিশ্বের প্রথম বুদ্ধিমান মোবাইল ফোন চার্জার। যেটি নিজেই সিদ্ধান্ত নেয় কখন বিদ্যুৎপ্রবাহ বন্ধ করতে হবে।


চার্জারটির উদ্ভাবক আইটি ইঞ্জিনিয়ার আসমো সালোরান্টার নাম অনুযায়ী এটিকে ‘আসমো চার্জার’ বলা হচ্ছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট রোধ ও বিদ্যুৎ সাশ্রয় করতেই এটি তৈরি করা হয়েছে।

চার্জারটির বৈশিষ্ট্য হলো, অল্প সময়েই স্মার্টফোন চার্জ হওয়ার পরে ফোন থেকে চার্জার সংযোগ বিচ্ছিন্ন করলে এটি নিজেই বিদ্যুৎপ্রবাহ বন্ধ করে দেয়।

ফিনল্যান্ডের অধিবাসী ৩৩ বছর বয়সী এ উদ্ভাবক বলেন, বিদ্যুৎসাশ্রয়ী চার্জার তৈরিকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম।

http://need365.blogspot.com/


প্রায় দুই বছর পরে আমি সমাধান খুঁজে পাই কেমন হবে চার্জারটি এবং কীভাবে কাজ করবে।

মোবাইল ফোন নির্মাতা কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা শেষে আগামী ডিসেম্বরে বাণিজ্যিকভাবে এই প্রযুক্তি বাজারে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, এটিই অগ্নি-নিরাপত্তা বৃদ্ধি এবং অর্থ ও পরিবেশ রক্ষায় সহায়ক একমাত্র চার্জার।

No comments:

Post a Comment