চক্ষুদান করলেন আসিন !

  http://need365.blogspot.com/

বলিউডের অভিনেত্রীরা প্রয়ই কোননা কোন সমাজসেবা মূলক কাজ করে থাকেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো আসিন।

তিনি জানিয়েছিন তাঁর মৃত্যুর পর তিনি তাঁর শরীরের অঙ্গ ও চোখ দান করে দিয়ে যাবেন।

এটি প্রথমবার নয়, এর আগেও বহুবার বিভিন্ন ক্যাম্পে রক্তদানও করেছেন এই অভিনেত্রী।

চোখ ও অঙ্গদানের বিষয়ে আসিন জানিয়েছেন, ‘এটা এমন একটা বিষয় যা আমি সবসময়ই করতে চয়েছিলাম।


  http://need365.blogspot.com/

আমি মনে করি আমার এই পদক্ষেপ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে।

এমন কাজের সঙ্গে যদি আরও মানুষ যুক্ত হন তবে অনেক লোক এতে উপকৃত হবেন।

 এর আগেও বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনও তাঁর চোখ দান করেছেন।

টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও সম্প্রতি তাঁর অঙ্গ দান করেছেন।

No comments:

Post a Comment