প্রকাশ্যে চড় মারলেন সালমান !

http://need365.blogspot.com/


সালমান খানের তাঁর ভক্তদের প্রতি প্রেম, ভালবাসা, সম্মানের কথা সবাই জানেন।

 কিন্তু ভক্তদের জন্য নিজের নিরাপত্তারক্ষীর গায়ে হাত ওঠাতে পারেন এই হিরো তা বোঝা যায়নি।

সম্প্রতি মেহবুব স্টূডিওতে একটি শুটিংয়ে ব্যস্ত ছিলেন সালমান খান।

শ্যুটিং এর ফাঁকে নিজের ভক্তদের সঙ্গে ছবি তোলা বা কাউকে অটোগ্রাফ দিচ্ছিলেন সালমান।

এর মধ্যেই এক ভক্ত সালমানের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ছবি তোলার চেষ্টা করেন।


http://need365.blogspot.com/


এই ভক্তকে আটকানোর জন্য নায়কের নিরাপত্তাকর্মী হাতে মারেন এবং তাতেই উত্তপ্ত হয়ে ওঠেন নায়ক।

সপাটে চড় লাগান নিজের নিরাপত্তারক্ষীর গালে।

এর আগে কোনো দিন ‘দাবাং’ খান নিজের নিরাপত্তারক্ষীদের গায়ে হাত তোলেননি।

কিন্তু নায়কের ভক্তকে বিনা অপরাধে হাতে মারার জন্য এই প্রকাশ্যে এই কাজ করেন সালমান এবং সতর্ক করে দেন ভবিষ্যতে যেন কখনো তাঁর ভক্তদের সঙ্গে অকারণে খারাপ আচরণ না করেন।

No comments:

Post a Comment