সাংবাদিককে থাপ্পড় দিলেন জয়া বচ্চন !

http://need365.blogspot.com/

গত বৃহস্পতিবার বলিউড তারকাদের উপস্থিতিতে আন্ধেরি পাব হয়ে উঠেছিল মুখরিত।

বলিউডের নামজাদা পরিচালক সুভাষ ঘাইয়ের এই পার্টিতে অন্যান্য তারকাদের সাথে উপস্থিত ছিলেন বচ্চন পরিবারের দুই বধু জয়া এবং ঐশ্বরিয়া রাই।

তবে পার্টিতে আমোদ ফুর্তির সাথে সাথে খবর তৈরি করতেও ভোলেননি।

জানা যায় সেদিন পার্টিতে জয়া বচ্চন হঠাৎ করেই এক সাংবাদিকের উপর চড়াও হন।

শুধু চড়াও হন বললে কম হবে সেই সাংবাদিকের হাত থেকে তার অতি মূল্যবান ক্যামেরাটিও ছিনিয়ে নেন। এবং শোনা যাচ্ছে সকলের সামনে থাপ্পড়ও দিয়ে বসেন সেই ফোটো সাংবাদিককে!

জয়া বচ্চনের এমন আচরণ উপস্থিত সবাইকে অবাক করলেও কেউ আসলে জানতেন না বাস্তবে কি ঘটেছে। আসলে কী ঘটেছিল?

পার্টিতে যোগ দেয়ার কিছুক্ষন পর আনুমানিক রাত ১০ তা ৩০ এর দিকে শাশুড়ি জয়া বচ্চন সহ ঐশ্বরিয়া মিডিয়ার সামনে উপস্থিত হন।

উপস্থিত ফটোগ্রাফাররা ঐশ্বরিয়াকে ক্যামেরার সামনে পোজ দেয়ার জন্য বললেই সেখানে বাধে বিপত্তি। রেগে লাল হয়ে যান জয়া। আর ক্যামেরাম্যানের হাত থেকে ছিনিয়ে নেন লেন্স।

বাড়ির বউকে কেউ কেবল নাম ধরে সম্বোধন করছে তা জয়া বচ্চন মেনে নিতে পারেননি।

জানা যায় বেশ কয়েকজন সাংবাদিকের মধ্যে একজন ঐশ্বরিয়াকে তার নামধরেই ডাকতে থাকেন আর তখনই ঘটে ঘটনাটি।

 জয়া বচ্চন ঘুরে ঐ সাংবাদিককে জবাব দেন, "খুব যে ঐশ্বরিয়া ঐশ্বরিয়া করে ডাকছ, তা সে কি তোমার সাথে একই ক্লাসে পড়ত?"

শাশুড়ির এমন আচরণে ঐশ্বরিয়ার কাছ থেকে কোন মন্তব্য জানা যায়নি। 

পুরো ঘটনার সময় যেন ঐশ্বরিয়া মুখে তালা লাগিয়ে শুধু দেখেই গেলেন। 

ঘটনাটি ঘটার পর বেশিক্ষণ পার্টিতে ছিলেন না তারা। জয়া বচ্চনের পিছুপিছু খুব তড়িঘড়ি করে বেড়িয়ে পড়েন ঐশ্বরিয়া রাই বচ্চনও।

No comments:

Post a Comment