সানি লিওন এর লুঙ্গি ড্যান্স !
এতদিন পর্যন্ত বোল্ড সিন আর বিকিনি পরেই পর্দায় দেখা গিয়েছিল সানি লিওনকে। বলিউডের বোল্ড নায়িকা এবার বিকিনি ছেড়ে লুঙ্গি পরতে চলেছেন।
বেবিডল সানি এক তেলেগু ছবিতে কমেডি চরিত্রে অভিনয় করবেন। আর এ ছবিতেই লুঙ্গি ড্যান্স করতে দেখা যাবে তাকে।
সানির আপকামিং তেলেগু ছবির নাম ‘থিগা’। এ গানের শ্যুটিং হায়দ্রাবাদে করা হয়েছে।
এ গানে লুঙ্গির সঙ্গে সানি স্পোর্টস শুও পরেছেন।
যদিও ছবিতে সানি একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন এবং গোটা ফিল্মে তাকে শাড়ি পরেই দেখা যাবে।
সানির অভিনয় তেমন মজবুত না হলেও তার জনপ্রিয়তা এতই বেশি যে পরিচালকরা তাকে নিজের ছবিতে নিতে বাধ্য হচ্ছেন।
পরিচালকরা জানেন, দর্শকরা কেবল সানিকে দেখার জন্য সিনেমা হলে যাবেন।
এতকিছুর মধ্যে সানিও তার অভিনয় দক্ষতা বাড়াচ্ছেন যাতে তার আগামী দিনের ক্যারিয়ার অনেক বেশি মসৃণ হয়।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment