প্রেমে পড়েছেন বিদ্যা সিনহা মিম !

 www.need365.blogspot.com


জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবার প্রেমে পড়েছেন। তার প্রেমিক অভিনেতা নাঈম।

 মিমের ধ্যানে-জ্ঞানে এখন শুধুই নাঈম।

অবশ্য মিম নাঈমের প্রেমে পড়েছেন তার গানের অন্ধ ভক্ত হয়ে। নাঈমের গান শুনতে শুনতে কখন যে মনের অজান্তে নাঈমের প্রেমে পড়েছেন তা বুঝতেই পারেননি মিম।

 কিন্তু এ খবর কি আর রাখেন সঙ্গীতশিল্পী নাঈম? তার তো হাজারো ভক্ত।



আসলে এমন ঘটনা বাস্তবে নয়, ঘটেছে একটি নাটকের কাহিনীতে। মাহবুব রহমান বাপ্পীর কাহিনী ও চিত্রনাট্যে ‘প্রত্যাবর্তন’ নাটকে নাঈমের প্রেমে অন্ধ মিমকে দেখতে পাবেন দর্শকরা।

এতে নাঈম ‘জিসান’ নামে একজন প্রখ্যাত সঙ্গীতশিল্পী এবং মিম ‘মিলা’ নামের গানের অন্ধপূজারী ও প্রেমের অনুরাগিনীর চরিত্রে অভিনয় করেছেন।


 www.need365.blogspot.com

তবে মিলা মনেপ্রাণে জিসানকে ভালোবাসলেও মিলাকে আবার ভীষণ পছন্দ করে তার পাড়ার ছেলে রোমিও (মিশু সাব্বির)।

 ঘটনাচক্রে এক দিন মিলার সঙ্গে জিসানের দেখা হলেও ভাগ্যের নির্মম পরিহাসে দুর্ঘটনার শিকার হয়ে দুটি চোখ হারায় জিসান।

 আর এর জন্য নিজেকে দায়ী মনে করে মিলা। ভালোবাসার খাতিরে জিসানকে একটি চোখ দেওয়ার কথা ভাবে মিলা। কিন্তু ভালোবাসার পথের কাঁটা হয়ে দাঁড়ান মিলার বাবা।

 এভাবেই এগিয়ে যায় ‘প্রত্যাবর্তন’ নাটকের কাহিনী।মাহবুব রহমান বাপ্পীর কাহিনী ও চিত্রনাট্যে ‘প্রত্যাবর্তন’ নাটকটি পরিচালনা করেছেন ইভান রহমান। নাটকটি বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।


No comments:

Post a Comment