ভারতের কর্নাটকের পাকিরাপ্পা হুনাগুন্দি নামক ত্রিশ বছর বয়স্কে এই ব্যাক্তি ১০ বছর বয়স থেকে নিয়মিতভাবে প্রতিদিন কাঁদা ও মাটি খেয়ে চলেছেন।
তিনি দাবী করেন এতে তার কোন ধরনের শারীরিক অসুবিধা হয় না।
তিনি বলেন, 'আমি গত ২০ বছর ধরে ইট আর পাথর খাচ্ছি। আমি এসব খেতে ভালবাসি।
এটা আমার জীবনের একটি অংশ হয়ে গেছে।
এটা আমার উপর কোন প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া করে না।
আমার দাঁত একেবারে সুস্থ আছে এবং আমি যে কোন শক্ত পাথরেও সহজেই কামড় বসাতে পারি।'
হুনাগুন্দির মা গত ২০ বছর ধরে তার ছেলের এই নেশা দূর করার চেষ্টা করে চলেছেন কিন্তু পারেননি।


No comments:
Post a Comment