দুই সানি !

www.need365.blogspot.com
আসছে সানি লিওনির নতুন সিনেমা ‘মাস্তিজাদে’।

 আর এ সিনেমায় একজন নয়, চোখে পড়বে দুজন সানিকে।সম্প্রতি সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশিত হয়েছে।

সিনেমায় লায়লা লেলে এবং লিলি লেলে নামের যমজ দুই বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি।

সিনেমায় তার বিপরীতে থাকছেন তুষার কাপুর এবং ভীর দাস।

প্রিতিশ নন্দী প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন মিলাপ জাভেরি যিনি ‘গ্রান্ড মাস্তি’ এবং ‘এক ভিলেইন’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন।


www.need365.blogspot.com


নির্মাতাদের তরফ থেকে বলা হচ্ছে ‘মাস্তিজাদে’ সেক্স কমেডি ঘরানার সিনেমা।

পুজা ভাট পরিচালিত ‘জিসম টু’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনির।






 এরপর তিনি অভিনয় করেছেন ‘জ্যাকপট’ এবং ‘রাগিনি এমএমএস টু’ - তে।

এছাড়াও এমটিভির রিয়েলিটি শোতেও উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে তাকে।

No comments:

Post a Comment